রংপুরে হাসিনার বাণী প্রচার করায় কর্মকর্তা বরখাস্ত
প্রকাশ : ০৯ জানুয়ারি ২০২৫, ১৭:০০ | অনলাইন সংস্করণ
রংপুর ব্যুরো
রংপুরে তথ্যমেলায় প্রধানমন্ত্রী শেখ হাসিনার বাণী ও মুজিব বর্ষের লোগো সম্বলিত লিফলেট বিতরণের ঘটনায় সংশ্লিষ্ট তিন কর্মকর্তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়েছে। তাদের মধ্যে দুইজনকে বদলি এবং একজনকে সাময়িক বরখাস্ত করা হয়েছে।
জেলা কর্মসংস্থান ও জনশক্তি দপ্তরের সহকারী পরিচালক মালিক মোহাম্মদ তৈমুর গোফরানকে বরগুনায়, জেলা সঞ্চয় ব্যুরোর সহকারী পরিচালক মো. মোক্তারুজ্জামানকে ঠাকুরগাঁওয়ে বদলি করা হয়েছে। এ ছাড়া জেলা মৎস্য কর্মকর্তা ড. মুহাম্মদ সালাহ উদ্দিন কবিরকে সাময়িক বরখাস্ত করে মৎস্য অধিদপ্তরে রিজার্ভ কর্মকর্তা হিসেবে পদায়ন করা হয়েছে।
এর আগে গত ২২ ডিসেম্বর রংপুর টাউন হল মাঠে জেলা প্রশাসন ও সচেতন নাগরিক কমিটি (সনাক) আয়োজিত তথ্যমেলার উদ্বোধনী দিনে শেখ হাসিনার বাণী ও মুজিব বর্ষের লোগোসহ লিফলেট বিতরণ করা হয়। এতে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতারা ক্ষোভ প্রকাশ করেন এবং জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার জন্য জেলা প্রশাসনকে আলটিমেটাম দেন।
লিফলেটগুলোতে বঙ্গবন্ধুর অভিবাসন দর্শন, শেখ হাসিনার শাসনামলের উন্নয়ন কার্যক্রম, সঞ্চয় স্কিমসহ নানা বিষয় উল্লেখ ছিল। বিষয়টি জানার পর স্টলগুলো থেকে লিফলেটগুলো সরিয়ে ফেলা হয়।