ঢাকা ১০ জানুয়ারি ২০২৫, ২৬ পৌষ ১৪৩১ | বেটা ভার্সন

গণঅভ্যুত্থানে আহত ও শহিদ পরিবারের সাথে মতবিনিময়

গণঅভ্যুত্থানে আহত ও শহিদ পরিবারের সাথে মতবিনিময়

সিরাজগঞ্জে জুলাই গণঅভ্যুত্থানে আহত ও শহিদ পরিবারের সাথে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। জেলা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের উদ্যোগে বুধবার বিকেলে শহিদ এম. মুনসুর আলী অডিটোরিয়ামে এ সভা অনুষ্ঠিত হয়।

আন্দোলনের সমন্বয়ক মুনতাসীর হাসান মেহেদীর সভাপতিত্বে এ সভায় বক্তব্য রাখেন, কেন্দ্রীয় স্বাস্থ্য বিষয়ক উপ-কমিটির সদস্য মাশরাফি সরকার, নিটর হাসপাতালের ছাত্র প্রতিনিধি রিফাত লোদি, শহিদ এম. মুনসুর আলী মেডিকেল কলেজের ছাত্র প্রতিনিধি ইমরান হাসান, জেলা সমন্বয়ক সালমান জোয়ার্দার প্রমুখ।

বক্তারা বলেন, নিরীহ ছাত্র-জনতার ওপর গুলি চালিয়ে যারা আহত ও নিহত করেছে, তাদের বিচারের আওতায় আনতে হবে। জুলাই গণঅভ্যুত্থানের শহিদ ও আহত পরিবারের প্রতি সাহায্যের প্রতিশ্রুতি পূরণ করতে হবে। স্বৈরশাসনের দোসরদের বিচার নিশ্চিত না হওয়া পর্যন্ত কোনো নির্বাচন দেয়া যাবে না।

এছাড়া গণঅভ্যুত্থানে আহতদের যথাযথ চিকিৎসা নিশ্চিতসহ ক্ষতিগ্রস্ত পরিবারগুলোকে আর্থিক সহায়তা প্রদানের জন্য তারা আহ্বান জানান। এ সময় গণঅভ্যুত্থানের আহত ও শহিদ পরিবারের সদস্যরা উপস্থিত ছিলেন।

গণঅভ্যুত্থান,মতবিনিময়
আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত