ঢাকা ১০ জানুয়ারি ২০২৫, ২৬ পৌষ ১৪৩১ | বেটা ভার্সন

উখিয়ায় ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল আরোহীর মৃত্যু, আহত ২

উখিয়ায় ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল আরোহীর মৃত্যু, আহত ২

কক্সবাজার-টেকনাফ (শহিদ এটিএম জাফর আলম) আরাকান সড়কের উখিয়া কুতুপালং আমগাছ তলা নামক এলাকায় রড বোঝাই ট্রাকের ধাক্কায় মোটরসাইকেলের লিকু মানকিন (৩০) নামে একজন নিহত হয়েছে। উক্ত ঘটনায় গুরুতর আহত হয়েছেন আরো দুজন। তারা নিহত লিকু মানিকের স্ত্রী ও তার শিশু সন্তান বলে জানা গেছে। তাঁদের উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়েছে।

বৃহস্পতিবার (৯ জানুয়ারি) দুপুর সাড়ে ১২টার দিকে উপজেলার কুতুপালং আমগাছ তলা নামক এলাকায় এ ঘটনা ঘটে। ঘটনার পর পরই পুলিশ অভিযান চালিয়ে ঘাতক ট্রাকটির চালককে আটক করেছে।

নিহত লিকু মানকিন নেত্রোকোনা জেলার দুর্গাপুর উপজেলার ভরতপুর গ্রামের মৃত অবনি দে’র ছেলে। আর আটক ওই চালকের নাম সন্তোষ চন্দ্র বর্মন। তিনি কুমিল্লার জেলে পাড়া গ্রামের মৃত নিবারণ চন্দ্র বর্মনের ছেলে।

উখিয়া শাহপরী হাইওয়ে থানা ইনচার্জ মাহাবুল কবির বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, টেকনাফগামী একটি রড় বোঝাই ট্রাক পাহাড়ের ঢালুতে আটকে গিয়ে পিছনে চলে যায়। সেখানেই মোটরসাইকেলের সাথে ধাক্কা লেগে প্রাণ হারান মোটরসাইকেল আরোহী। ঘাতক ট্রাকের ও মোটরসাইকেল জব্দ করা হয়েছে। ট্রাকটির নাম্বার চট্টমেট্টো-ট ১১-৯৭৯৬ আর মোটরসাইকেলটি নাম্বার হলো ঢাকা মেট্টো-হ ৪৮-৯২১৪।

দুর্ঘটনাস্থল থেকে গুরুতর আহতদের উদ্ধার করে উখিয়ার কুতুপালং এমএসএফ হাসপাতালে ভর্তি করা হয়েছে। সেখানে তাঁদের চিকিৎসা চলছে। আর নিহতের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কক্সবাজার সদর হাসপাতালে পাঠানো হয়েছে।

তিনি আরো জানান, দুর্ঘটনাকবলিত গাড়ি দুটি জব্দ করার পাশাপাশি ঘাতক ট্রাকটির চালককে আটক করা হয়েছে। এ বিষয়ে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

ট্রাকের ধাক্কা,মৃত্যু
আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত