ভুল অপারেশনে বৃদ্ধার ডান চোখ নষ্ট হওয়ার অভিযোগ
প্রকাশ : ০৯ জানুয়ারি ২০২৫, ১৮:২২ | অনলাইন সংস্করণ
স্টাফ রিপোর্টার, সিরাজগঞ্জ
সিরাজগঞ্জে ভুল অপারেশনের কারণে এক বৃদ্ধার ডান চোখ নষ্ট হওয়ার অভিযোগ উঠেছে। এ অভিযোগ করেছে সিরাজগঞ্জ পৌর এলাকার একডালা মহল্লার ভুক্তভোগী সুফিয়া খাতুনের (৭০) ছেলে এনামুল হক বকুল।
তিনি সাংবাদিকদের জানান, গত ১৩ ডিসেম্বর শহরের সুলতানা ফ্যাকো সেন্টারে ডাক্তার শফিউল আজম তার মায়ের ডান চোখের ছানি অপারেশন করেন। পরদিন ব্যান্ডেজ খুলে দেয়ার পর তার মা ওই চোখে কিছুই দেখতে পাননি। ২৫ ডিসেম্বর আবারও ওই ডাক্তার তার মায়ের চোখ পরীক্ষা করে ঢাকায় রেফার্ড করেন।
পরবর্তীতে বাংলাদেশ আই হসপিটাল এন্ড ইনস্টিটিউটে চিকিৎসা নিতে গেলে ডাক্তার আমার মায়ের চোখ পরীক্ষা করেন। এ পরীক্ষার তারা জানায় ভুল অপারেশনের কারণে ইনফেকশনে চোখ নষ্ট হয়ে গেছে। এ চোখ তুলে না ফেললে বাম চোখও নষ্ট হওয়ার আশঙ্কা রয়েছে। এরপর অপারেশনের মাধ্যমে তার মায়ের ডান চোখ তুলে ফেলা হয় এবং বর্তমানে তিনি চিকিৎসাধীন রয়েছেন।
এ ঘটনায় সুফিয়া খাতুনের ছেলে সিভিল সার্জন বরাবর ওই ডাক্তারের বিরুদ্ধে অভিযোগ করেছেন।
এ বিষয়ে সিভিল সার্জন ডা: মো: নূরুল আমিন বলেন, “এই ঘটনার পর থেকে ডাক্তার শফিউল আজম ওই হাসপাতালের চেম্বারে বসছেন না। তদন্ত সাপেক্ষে যথাযথ ব্যবস্থা নেয়া হবে।”