ঢাকা ১০ জানুয়ারি ২০২৫, ২৬ পৌষ ১৪৩১ | বেটা ভার্সন

মাগুরায় বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে আহত ১০

মাগুরায় বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে আহত ১০

মাগুরার শ্রীপুরে বিএনপি'র দুই গ্রুপের সংঘর্ষে উভয় গ্রুপের অন্তত ১০ জন আহত হয়েছে।

বৃহস্পতিবার সকাল সাড়ে ১০ টার দিকে উপজেলার দ্বারিয়াপুর ইউনিয়নের নলখোলা গ্রামে এ সংঘর্ষের ঘটনা ঘটে। এ ঘটনার পর থেকে এলাকায় চরম উত্তেজনা বিরাজ করছে। যে কোনো সময় উভয় গ্রুপের লোকজনের মধ্যে আবারো রক্তক্ষয়ী সংঘর্ষ, ঘরবাড়ি ভাঙচুর ও লুটপাটের আশঙ্কা রয়েছে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, সামাজিক আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে নলখোলা গ্রামের ওয়ার্ড বিএনপি'র সাধারণ সম্পাদক ইউনুস আলী এবং একই গ্রামের বিএনপি নেতা আব্দুর রশিদের মধ্যে বিরোধ চলে আসছিল। এই বিরোধের জেরে বৃহস্পতিবার সকালে উভয় গ্রুপের লোকজন দেশীয় অস্ত্রসহ সংঘর্ষে জড়িয়ে পড়ে।

এ ঘটনায় ইউনুস আলী গ্রুপের সজল শেখ (৩০), পান্নু (৪৫), মোস্তফা (৪৫), আজমল (৫৫), কালাম (৪২) এবং রশিদ গ্রুপের রশিদ (৫০), মান্নান বিশ্বাস (৫০), জাহানার বেগম (৪৬) সহ উভয় গ্রুপের মোট ১০ জন আহত হন। আহতদের শ্রীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এবং মাগুরা ২৫০ শয্যা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।

শ্রীপুর থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ইদ্রিস আলী জানান, পরিস্থিতি নিয়ন্ত্রণে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে এবং বর্তমানে পরিস্থিতি শান্ত রয়েছে। তিনি আরও বলেন, এখনও কোন পক্ষের পক্ষ থেকে লিখিত অভিযোগ পাওয়া যায়নি। অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেয়া হবে।

বিএনপি,সংঘর্ষ
আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত