শহীদ মনির হোসেনের অবদান স্মরণে রাঙ্গামাটি মেডিকেল কলেজে একটি হল নামকরণ ও তার পরিবারকে সরকারি চাকরি প্রদান এবং পুনর্বাসনের দাবি জানিয়েছে পার্বত্য চট্টগ্রাম ছাত্র পরিষদ (পিসিসিপি)। বৃহস্পতিবার (৯ জানুয়ারি) সকাল ১০টায় মেডিকেল কলেজের গেটের সামনে পার্বত্য চট্টগ্রাম ছাত্র পরিষদ (পিসিসিপি) রাঙ্গামাটি জেলা শাখার মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ এ দাবি জানানো হয়।
সমাবেশে বক্তারা বলেন, পার্বত্য চট্টগ্রামে যখনই শিক্ষা ও উন্নয়ন কর্মসূচি নেওয়া হয়, তখনই জেএসএস নামধারী সন্ত্রাসী গোষ্ঠী বাঁধা সৃষ্টি করে। তারা শুধু শিক্ষার ক্ষেত্রে নয়, সামাজিক, পর্যটন, যোগাযোগ ও অন্যান্য উন্নয়ন কর্মকাণ্ডেও বাধা দেয়। বক্তারা আরও বলেন, মনির হোসেনের আত্মত্যাগ ও অবদান জাতির স্মরণীয় করতে রাঙামাটি মেডিকেল কলেজের হলের নামকরণ করতে হবে।
সমাবেশে উপস্থিত ছিলেন পার্বত্য চট্টগ্রাম নাগরিক পরিষদ পিসিএনপি'র কেন্দ্রীয় চেয়ারম্যান কাজী মজিবর রহমান, পিসিসিপি রাঙ্গামাটি জেলা শাখার সভাপতি তাজুল ইসলাম তাজ, সাধারণ সম্পাদক মো: খলিলুর রহমানসহ অন্যান্য নেতৃবৃন্দ।
উল্লেখ্য, ২০১৫ সালের ১০ জানুয়ারি রাঙ্গামাটি মেডিকেল কলেজ চালুর আনন্দ শোভাযাত্রায় পার্বত্য চট্টগ্রামের উগ্রবাদী সন্ত্রাসী সংগঠন জেএসএসের ছাত্র সংগঠন পিসিপি’র হামলায় শহীদ হন মনির হোসেন। তার আত্মত্যাগের ফলেই আজ রাঙ্গামাটিতে মেডিকেল কলেজ প্রতিষ্ঠা হয়েছে। তবে, দীর্ঘ বছর পরেও তার হত্যার বিচার হয়নি এবং তার পরিবারকে কোনো সরকারি সুযোগ সুবিধা দেওয়া হয়নি। এ ঘটনায় মনির হোসেনের অবদান স্মরণীয় রাখতে রাঙ্গামাটি মেডিকেল কলেজের একটি হল ‘শহীদ’ মনিরের নামে নামকরণ, তার পরিবারকে সরকারি চাকরি প্রদান এবং পুনর্বাসন করার দাবি উঠেছে।