সিরাজগঞ্জ পৌর এলাকার রায়পুর মহল্লার শ্বশুর বাড়ি থেকে প্রায় ১ মাস ধরে নিখোঁজ হয়েছেন যুবক সানিউর রহমান সানি (৩৩)।
তিনি এনায়েতপুর থানার গোপালপুর গ্রামের আবু রায়হান সরকারের ছেলে।
জানা যায়, সানি একটি বেসরকারি কোম্পানিতে চাকরি করতেন এবং প্রায় ৯ বছর আগে প্রেমের সম্পর্কে রায়পুর মহল্লার সুরুজ্জামানের মেয়ে রুপাকে বিয়ে করেন। বিয়ের পর প্রথমে ঢাকায় বসবাস করলেও গত ২ বছর ধরে শ্বশুরবাড়িতে ছিলেন। তাদের কোনো সন্তান ছিল না। গত ১৪ ডিসেম্বর সানি শ্বশুরবাড়ি থেকে বের হয়ে আর ফিরে আসেননি।
এ বিষয়ে সানির স্ত্রী সাদিয়া আফরোজ রুপা ১৫ ডিসেম্বর সংশ্লিষ্ট থানায় একটি জিডি করেন (জিডি নং ৯৬৮)।
সানির বাবা জানান, তার ছেলে তেমন বাড়িতে আসত না এবং স্ত্রীর সঙ্গে প্রায়ই বাকবিতণ্ডা হতো। রুপা উচ্চাভিলাসী ও গরম মেজাজের হওয়ায় তাদের মধ্যে একাধিকবার অশান্তি সৃষ্টি হয়েছে। তিনি জানান, সানির নিখোঁজ হওয়ার খবর পেয়ে রুপা কোনো তথ্য না দিয়ে থানায় জিডি করেছেন।
এদিকে, সানির মা শাহানা খাতুন ছেলের নিখোঁজ হওয়ার পর থেকেই মানসিকভাবে বিপর্যস্ত হয়ে পড়েছেন এবং প্রায় পাগল হয়ে গেছেন।