আরএমপির ট্রাফিক ব্যবস্থাপনার উন্নয়নে মতবিনিময় সভা অনুষ্ঠিত

প্রকাশ : ০৯ জানুয়ারি ২০২৫, ১৯:৫১ | অনলাইন সংস্করণ

  রাজশাহী ব্যুরো

রাজশাহী মেট্রোপলিটন পুলিশের (আরএমপি) উদ্যোগে নগরীর ট্রাফিক ব্যবস্থাপনার উন্নয়নে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার সকালে আরএমপি সদর দপ্তরের কনফারেন্স রুমে এ সভা আয়োজিত হয়।

সভায় প্রধান অতিথি ছিলেন রাজশাহী বিভাগীয় কমিশনার খোন্দকার আজিম আহমেদ। এছাড়া রাজশাহী উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান এস. এম. তুহিনুর আলম এবং আরএমপি পুলিশ কমিশনার মোহাম্মদ আবু সুফিয়ান বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।

বিভাগীয় কমিশনার খোন্দকার আজিম আহমেদ বলেন, "রাজশাহীর মতো শান্তিপূর্ণ ও সবুজ নগরীকে সুশৃঙ্খল ট্রাফিক ব্যবস্থার মাধ্যমে আরও উন্নত করা সম্ভব। আরএমপির এ উদ্যোগ প্রশংসনীয়। তবে এর সফল বাস্তবায়নের জন্য নগরবাসীর পূর্ণ সহযোগিতা প্রয়োজন।"

পুলিশ কমিশনার মোহাম্মদ আবু সুফিয়ান বলেন, "রাজশাহীতে দায়িত্ব গ্রহণের পর থেকেই আমি নগরবাসীর নিরাপত্তা নিশ্চিত এবং ট্রাফিক ব্যবস্থাপনা উন্নত করতে বিভিন্ন পদক্ষেপ নিয়েছি। এর মধ্যে তথ্য ও সেবা কেন্দ্র চালু, সচেতনতামূলক কর্মশালা এবং ব্যস্ততম এলাকাগুলোর ট্রাফিক ব্যবস্থাপনা উন্নয়নের উদ্যোগ উল্লেখযোগ্য।"

তিনি আরো বলেন, "সাহেব বাজার জিরো পয়েন্টের মতো এলাকায় স্থানীয় সিনিয়র সিটিজেন ফোরাম ও মার্কেট প্রতিনিধিদের সঙ্গে আলোচনা করে বিশেষ পরিকল্পনা গ্রহণ করা হয়েছে, যা ইতোমধ্যেই সুফল দিতে শুরু করেছে।"

এছাড়া স্কুল-কলেজ শিক্ষার্থীদের মাদক, ইভটিজিং, সাইবার অপরাধ, এবং ট্রাফিক আইন সম্পর্কে সচেতন করতে "স্কুল ভিজিটিং কর্মসূচি" চালু করার কথাও উল্লেখ করেন তিনি।

অনুষ্ঠানে বাস স্ট্যান্ড নওদাপাড়ায় স্থানান্তর, ক্লোজ সার্কিট ক্যামেরা স্থাপন, সাহেব বাজারে রোড ডিভাইডার সম্পন্ন করা, হকারদের জন্য নির্দিষ্ট জায়গা নির্ধারণ, কালার ভেদে অটোরিক্সা চলাচল, অটোর সংখ্যা নিয়ন্ত্রণ ও রিপ্লেসমেন্ট অটো না দেয়া, অটো ড্রাইভারদের প্রশিক্ষণ, অটোস্ট্যান্ড নির্দিষ্টকরণ, ডাম্পিং এর স্থান নির্ধারণ ও নগরীতে ট্রাফিক সিগন্যাল সিস্টেম চালু করা সংক্রান্ত আলোচনা হয়।

মতবিনিময় সভায় আরএমপি ও রাজশাহী জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাগণ, গণ্যমান্য ব্যক্তি, ব্যবসায়ী সংগঠনগুলোর প্রতিনিধি, সিনিয়র সিটিজেন ফোরাম এবং ট্রাফিক ব্যবস্থাপনায় সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।