আন্তর্জাতিক সীমান্ত আইন লঙ্ঘন করে লালমনিরহাটের পাটগ্রাম সীমান্তের শূন্যরেখায় বৈদ্যুতিক খুঁটি ও যন্ত্র স্থাপন করে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)। তবে বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) প্রতিবাদের মুখে এবং পতাকা বৈঠকের মাধ্যমে সেগুলো সরিয়ে নিতে বাধ্য হয় বিএসএফ।
বিজিবি সূত্র জানায়, মঙ্গলবার গভীর রাতে লালমনিরহাটের পাটগ্রাম সদর ইউনিয়নের গাটিয়ারভিটা সীমান্তের শূন্যরেখায় ৫০ গজ ভেতরে বৈদ্যুতিক খুঁটি ও যন্ত্র স্থাপন করে ভারতের পশ্চিমবঙ্গের কোচবিহার জেলার ফুলকাডাবরী ক্যাম্পের বিএসএফ সদস্যরা।
স্থানীয় কৃষকরা বিষয়টি দেখতে পেয়ে বিজিবিকে খবর দিলে দ্রুত পদক্ষেপ নেওয়া হয়। বিজিবি ভারতীয় সীমান্তরক্ষীদের কাছে প্রতিবাদ জানিয়ে স্থাপনা সরিয়ে নিতে বলে এবং পতাকা বৈঠকের জন্য আহ্বান জানায়।
বুধবার সন্ধ্যায় অনুষ্ঠিত পতাকা বৈঠকে বিজিবির রংপুর-৬১ ব্যাটালিয়নের (তিস্তা-২) অধিনায়ক লেফটেনেন্ট কর্নেল শেখ মুহাম্মদ মুসাহিদ মাসুম বিএসএফের কাছে কড়া প্রতিবাদ জানান। তিনি বলেন,
"শূন্যরেখায় আন্তর্জাতিক আইন ও চুক্তি অনুযায়ী কোনো স্থাপনা নির্মাণ করা যায় না। এমন কাজের আগে আমাদের অবগত করা উচিত।"
বিএসএফ তাদের চা বাগানের নিরাপত্তার কারণ দেখিয়ে যন্ত্র স্থাপনের দাবি জানালেও তা আন্তর্জাতিক নিয়মবিরোধী হওয়ায় তারা স্থাপনাগুলো সরিয়ে নিতে বাধ্য হয়।
বিজিবি অধিনায়ক আরও বলেন, "চুপিসারে এ ধরনের কাজ যাতে ভবিষ্যতে না হয়, তা নিশ্চিত করতে সীমান্তে কড়া নজরদারি বাড়ানো হয়েছে।"
এই ঘটনার পর সীমান্তবর্তী এলাকায় চাষাবাদে নিযুক্ত স্থানীয় কৃষকদের মধ্যে স্বস্তি ফিরেছে। তবে ভবিষ্যতে এ ধরনের ঘটনার পুনরাবৃত্তি রোধে বিজিবি আরও তৎপর থাকবে বলে জানিয়েছে।