চাঁদপুরে সরিষার বাম্পার ফলনের সম্ভাবনা
প্রকাশ : ০৯ জানুয়ারি ২০২৫, ২০:৪৭ | অনলাইন সংস্করণ
চাঁদপুর প্রতিনিধি
চাঁদপুর জেলার বিস্তীর্ণ মাঠগুলো শীতকালীন রবি শস্য মৌসুমে সরিষার সবুজ গাছ ও হলুদ ফুলে সেজেছে। আমন ধান ঘরে তোলার পর চাঁদপুরের কৃষকেরা সরিষা চাষে মনোনিবেশ করেছেন। এ বছর সরিষা চাষের লক্ষ্যমাত্রা পূরণ করায় কৃষকেরা বাম্পার ফলনের আশা করছেন।
কৃষি সম্প্রসারণ অধিদপ্তর চাঁদপুর অফিস সূত্রে জানা গেছে, ২০২৪-২৫ অর্থবছরে সরিষার চাষের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে ৩৯৫০ হেক্টর জমি। যার মধ্যে লক্ষ্যমাত্রা চাঁদপুর সদরে ৪৬০ হেক্টর, মতলব উত্তরে ১৫০০ হেক্টর , মতলব দক্ষিণে ২৯৫ হেক্টর, হাজীগঞ্জে ৬৫০ হেক্টর, শাহরাস্তিতে ২৮৫ হেক্টর, ফরিদগঞ্জে ১৬০ হেক্টর ও হাইমচরে ২১৫ হেক্টর জমি।
জানা যায় , চলতি ২০২৪-২৫ অর্থ বছরে রবি মৌসুমের শীতকালীন আবাদে ৮ উপজেলার সরিষা আবাদের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে ৩৯৫০ হেক্টর জমি। ইতোমধ্যে আবাদের অগ্রগতি হয়েছে ৩৬২৭ হেক্টর জমিতে। উফশী জাতের করা হয়েছে ৩৬০২ হেক্টর ও স্থানীয় জাতের করা হয়েছে ২৫ হেক্টর জমি। আশা করা যাচ্ছে আবহাওয়াসহ সার্বিক দিক অনুকূলে থাকলে এই অঞ্চলের কৃষকেরা তাদের কাঙ্ক্ষিত ফসল ঘরে তুলতে সক্ষম হবে।