কাউখালীতে ইভটিজিং ও ধর্ষণ চেষ্টার অভিযোগে বখাটে গ্রেপ্তার

প্রকাশ : ০৯ জানুয়ারি ২০২৫, ২৩:১৫ | অনলাইন সংস্করণ

  কাউখালী (পিরোজপুর) প্রতিনিধি

পিরোজপুরের কাউখালীতে এক শিশু কন্যাকে ইভটিজিং ও ধর্ষণ চেষ্টা অভিযোগ রাব্বি শিকদার নামে এক বখাটে যুবককে গ্রেফতার করেছে কাউখালী থানা পুলিশ।

অভিযোগ সূত্রে জানা যায়, বৃহস্পতিবার (৯ জানুয়ারি) দুপুরে উপজেলার আমরাজুরি ইউনিয়নের কাউখালী স্বরূপকাঠি সড়কের কেউন্দিয়া যাওয়ার রাস্তার মোড়ে মৃত্যু পংকজ হালদারের স্ত্রী ও ভিকটিমের মা এর দোকানে ষষ্ঠ শ্রেণীতে পড়ুয়া মেয়ে  তৈল আনার জন্য যায়। এ সময় আশ্রয় কেন্দ্রে বসবাসরত হোগলা বেতকা গ্রামের মাহবুব শিকদারের ছেলে বখাটে অটোচালক রাব্বি শিকদার (২৪) সেখানে আগে থেকে ওঁত পেতে থাকে। 

ঘটনার সময় ভিক্টিমের মা সীমা রানী হালদার উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয় একটি কাজে গিয়েছিল। বিষয়টি বখাটে জানতে পাওয়ার সুযোগে সে ঘটনার সময় ওই দোকানে প্রবেশ করে এবং  শিশু কন্যাটিকে নানা কুপ্রস্তাব দেয়। তার প্রস্তাবে মেয়েটি রাজি না হওয়ায় দোকানের মধ্যে শিশুকন্যাটিকে জড়িয়ে ধরে স্পর্শ কাতর স্থানে স্পর্শ করে এবং ধর্ষণ করার চেষ্টা করে। এসময় মেয়েটি  পালানোর জন্য দৌড় দেয় ও ডাক চিৎকার করে। শিশু কন্যাটির চিৎকার শুনে স্থানীয় লোকজন উপস্থিত হয়। বকাটে রাব্বি মানুষের উপস্থিতি টেরপেয়ে  পালিয়ে যায়। উপস্থিত লোকজন তাৎক্ষণিকভাবে বিষয়টি ভিকটিমের মাকে ফোন দিয়ে জানান।

পরে তিনি তার মেয়ের সাথে কথা বলে থানায় লিখিত অভিযোগ দায়ের করেন। পুলিশ অভিযোগ পেয়ে দুষ্কৃতিকারীকে গ্রেফতার করতে সক্ষম হয়। এ সময় তার সাথে থাকা কনডম উদ্ধার করে পুলিশ। 

এ ব্যাপারে ভিকটিমের মা সীমা রানী বলেন তার স্বামী দুই মাস পূর্বে মারা গেছেন। দুই মেয়ে নিয়ে ছোট্ট একটি দোকান পরিচালনা করে সংসার চালান। আসামি রাব্বি রিক্সা চালানোর ফাঁকে মেয়েকে নানা সময় কু প্রস্তাব ও ইভটিজিং করেন। লোক লজ্জায় কারো কাছে অভিযোগ করেন নাই। ঘটনার দিন তিনি উপজেলায় ব্যক্তিগত কাজে  গেলে মেয়েকে দোকানে একা পেয়ে আসামি ধর্ষণের চেষ্টা করেন  । কাউখালী থানায় লিখিত  অভিযোগ দায়ের করেছেন বলেও জানান তিনি।

কাউখালী থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো: সোলায়মান বলেন অভিযোগ পেয়েছি। ধর্ষণ চেষ্টার অভিযোগে নিয়মিত মামলা রুজু করে আসামিকে গ্রেফতার করা হয়েছে।