ঢাকা ১০ জানুয়ারি ২০২৫, ২৬ পৌষ ১৪৩১ | বেটা ভার্সন

দেশ ছাড়ছিলেন নিপুণ, আটকে দেওয়া হল বিমানবন্দরে

দেশ ছাড়ছিলেন নিপুণ, আটকে দেওয়া হল বিমানবন্দরে

সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দর থেকে লন্ডন যাওয়ার পথে ঢাকাই চলচ্চিত্রের অভিনেত্রী নিপুণ আক্তারকে আটকে দিয়েছে ইমিগ্রেশন পুলিশ।

শুক্রবার (১০ জানুয়ারি) সকালে গোয়েন্দা সংস্থার আপত্তির মুখে সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে তাকে আটকে দেওয়া হয়।

ইমিগ্রেশন পুলিশ জানায়, চিত্রনায়িকা নিপুণের লন্ডন যাত্রার বিষয়ে আপত্তি তোলে জাতীয় নিরাপত্তা গোয়েন্দা সংস্থা (এনএসআই)। এরপরই বিমানবন্দর কর্তৃপক্ষ তাকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করে। পরে তার পাসপোর্ট ও অন্যান্য নথিপত্র পরীক্ষা-নিরীক্ষা শেষে তার লন্ডনগামী ফ্লাইট বাতিল করা হয়।

বিমানবন্দর ইমিগ্রেশন পুলিশের এক কর্মকর্তা বলেন, জাতীয় গোয়েন্দা সংস্থার আপত্তির প্রেক্ষিতে শুক্রবার সকাল ৯টা ২০ মিনিটের দিকে সিলেট থেকে লন্ডন গমনকালে ইমিগ্রেশন পুলিশ চিত্রনায়িকা নাসরিন আক্তার নিপুণকে ইমিগ্রেশন কর্তৃক অফলোড করে ফেরত পাঠানো হয়। তাকে এখন পর্যন্ত আটক কিংবা গ্রেপ্তার করা হয়নি।

নিপুণ,আটকে দেওয়া হল বিমানবন্দরে,বিমানবন্দর,সিলেট
আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত