ঢাকা ১০ জানুয়ারি ২০২৫, ২৬ পৌষ ১৪৩১ | বেটা ভার্সন

হবিগঞ্জে ১০৯ বস্তা চোরাই চিনিসহ আটক ১

হবিগঞ্জে ১০৯ বস্তা চোরাই চিনিসহ আটক ১

হবিগঞ্জে ১০৯ বস্তা ভারতীয় চোরাই চিনি জব্দ করেছে পুলিশ। এ সময় আবুল বাশার (৪৫) নামে এক ব্যক্তিকে আটক করা হয়।

শুক্রবার (১০ জানুয়ারি) দুপুরে হবিগঞ্জ সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলমগীর কবির এসব তথ্য দেন।

আটক আবুল বাশার হবিগঞ্জ সদর উপজেলার চিড়াকান্দি গ্রামের বাসিন্দা।

এর আগে, বৃহস্পতিবার (৯ জানুয়ারি) দিবাগত রাত দেড়টার দিকে হবিগঞ্জ পৌরসভার যশোরআবদা গরুর হাট এলাকায় অভিযান চালিয়ে চিনিসহ ওই ব্যক্তিকে আটক করে হবিগঞ্জ সদর মডেল থানা পুলিশ।

ওসি আলমগীর কবির জানান, গোপন সংবাদের ভিত্তিতে ওই এলাকায় অভিযান চালানো হয়। এ সময় ট্রাকভর্তি ১০৯ বস্তা ভারতীয় আমদানি নিষিদ্ধ চিনি জব্দ করা হয়। যার ওজন ৫ হাজার ৪৫০ কেজি এবং বাজারমূল্য আনুমানিক ৭ লাখ ৮ হাজার ৫০০ টাকা। এই ঘটনায় হবিগঞ্জ সদর মডেল থানায় বিশেষ ক্ষমতা আইনে মামলা করা হয়েছে।

চোরাই,চিনি,আটক
আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত