সিরাজগঞ্জে অসহায় ২ পরিবার  ট্রাষ্টের নতুন ঘর পেয়ে খুশি 

প্রকাশ : ১০ জানুয়ারি ২০২৫, ১৮:১৩ | অনলাইন সংস্করণ

  স্টাফ রিপোর্টার, সিরাজগঞ্জ

সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলার হাটপাচিল গ্রামে অসহায় ২ পরিবারকে নতুন ঘর তৈরী করে দিলেন হাউজ অব মান্নান চ্যারিটবেল ট্রাষ্ট । এ নতুন ঘর পেয়ে ওই দুটি পারিবার খুশি। সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, উক্ত উপজেলার দূর্গম অঞ্চলের ওই গ্রামের অসহায় হারুন অর রশিদ ও  জাহেদা খাতুন পলিথিন লাগিয়ে ভাঙ্গা ঘরে বসবাস করত দীর্ঘদিন ধরে। বসবাসের অযোগ্য এ পলিথিনের ঘরে জাহেদা ৭ সন্তান ও হারুন ৪ সন্তান নিয়ে বসবাস করতো এবং অন্যর বাড়িতে তারা কাজ করে কোনরকম জীবনযাপন করে আসছিল।

এ সংবাদে স্থানীয় ওই ট্রাষ্ট তাদের জন্য এ দুটি নতুন টিনের ঘর নির্মান করে দেয়া হয়। গত বুধবার বিকেলে আনুষ্ঠানিকভাবে তাদের এ ঘর হস্তান্তর করা হয় এবং চাল, ডালসহ ১ মাসের বাজার ও নতুন লেপ তোষক দেয়া হয়। এ পরিবার দুটি এ নতুন ঘর পেয়ে আনন্দিত। তারা বলেন, আমরা কখনও ভাবতে পারি নাই  নতুন বছরে নতুন ঘর পাবো। এ নতুন ঘর আমাদের মাঝে আনন্দের সৃষ্টি করেছে। ওই ট্রাষ্টের এ সহযোগীতা চিরদিন মনে রাখব। এদিকে ওই ট্রাষ্টের পরিচালক শাহবাজ খান সানি জানান, অসহায়দের জন্য আমাদের এ প্রচেষ্টা। ইতিমধ্যেই সিরাজগঞ্জে অসহায়দের মাঝে ৯১ টি ঘর দেয়া হয়েছে এবং এ মানবিক কার্যক্রম অব্যাহত থাকবে বলে তিনি উল্লেখ করেন।