সখীপুরে গলায় ফাঁস দিয়ে মাদ্রাসা ছাত্রীর আত্মহত্যা

প্রকাশ : ১১ জানুয়ারি ২০২৫, ১৫:৪৯ | অনলাইন সংস্করণ

  সখীপুর (টাঙ্গাইল) প্রতিনিধি

টাঙ্গাইলের সখীপুরে গলায় ফাঁস দিয়ে শিউলি আক্তার (১৪) নামের এক মাদ্রাসা শিক্ষার্থী আত্মহত্যা করেছে। 

শুক্রবার রাতে সখীপুর পৌর শহরের ৮ নম্বর ওয়ার্ড এলাকায় এ ঘটনা ঘটে। 

শিউলি ওই এলাকার প্রবাসী শফিকুল ইসলামের মেয়ে এবং স্থানীয় একটি মাদ্রাসার শিক্ষার্থী ছিল।

স্থানীয় সূত্রে জানা যায়, শুক্রবার রাতে শিউলির দাদি তার জন্য রুটি বানানোর কাজে ব্যস্ত ছিলেন। রুটি বানানো শেষ হলে তাকে ডাকাডাকি করে কোনো সাড়াশব্দ না পেয়ে ঘরের কাছে গিয়ে দেখতে পান দরজা ভিতর থেকে আটকানো। পরে তার আত্মচিৎকারে স্থানীয়রা এগিয়ে আসলে ঘরের বেড়া কেটে ঘরে প্রবেশ করে তার ঝুলন্ত দেহ দেখতে পান। পরে সখীপুর থানা পুলিশকে খবর দিলে তারা ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করেন।

সখীপুর থানার অফিসার ইনচার্জ মো. জাকির হোসেন জানান,  গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে এমন খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছিল। ঘটনা সত্যতা পেয়েছি। লাশ ময়নাতদন্তের জন্য টাঙ্গাইল জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে।