ঢাকা ১১ জানুয়ারি ২০২৫, ২৭ পৌষ ১৪৩১ | বেটা ভার্সন

বিএনপির সাথে জামায়াতের দূরত্ব নয় বরং সুসম্পর্ক রয়েছে: ডা. তাহের

বিএনপির সাথে জামায়াতের দূরত্ব নয় বরং সুসম্পর্ক রয়েছে: ডা. তাহের

বাংলাদেশ জামায়াতে ইসলামী দলের নায়েবে আমির ডা. সৈয়দ আব্দুল্লাহ মুহাম্মদ তাহের বলেছেন, বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির সঙ্গে জামায়াতের কোনো দূরত্ব নেই বরং দুই দলের মধ্যে সুসম্পর্ক রয়েছে।

শনিবার (১১ জানুয়ারি) দুপুরে চাঁদপুরের শাহরাস্তি উপজেলার নিজমেহার পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে উপজেলা জামায়াতের কর্মী সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, "আগামী দিনের রাজনীতি হবে ইতিবাচক এবং সকল দলেই ইতিবাচক হওয়া উচিত। বিএনপি যে ঐক্যের কথা বলেছেন এবং জামায়াতের সাথে তাদের কোনো বিরোধ নেই, আমি মনে করি, তারা সঠিক কথা বলেছেন।"

তিনি বলেন, জামায়াত ইসলামী বর্তমানে অন্যান্য রাজনৈতিক দলের সঙ্গে সুসম্পর্ক বজায় রেখে চলেছে এবং এই সম্পর্ক ভবিষ্যতে আরও সুদৃঢ় করতে তারা কাজ করবে।

পিআর (প্রোপোরশনাল রিপ্রেজেন্টেশন) পদ্ধতিতে নির্বাচন সম্পর্কে ডা. তাহের বলেন, এটি বর্তমান নির্বাচনী ব্যবস্থার তুলনায় অধিক কার্যকর। তিনি উল্লেখ করেন, "বিশ্বের প্রায় ৬২টি দেশে এই পদ্ধতিতে নির্বাচন হচ্ছে এবং এটি সফলভাবে কার্যকরী হয়েছে। পিআর পদ্ধতিতে, জনগণের মতামত যথাযথভাবে প্রতিফলিত হয়, এবং যে-সব দল বেশি ভোট পাবে, তাদের প্রতিনিধিত্বও বেশি হবে।"

এছাড়া, জামায়াতে ইসলামী রাষ্ট্র ক্ষমতায় গেলে পররাষ্ট্রনীতির প্রশ্নে ডা. তাহের বলেন, তাদের নীতি স্পষ্ট। "আমরা সকল দেশের সাথে সমতা, অধিকার এবং জাতীয় স্বার্থের স্বীকৃতির ভিত্তিতে সুসম্পর্ক চাই।

তিনি আরও বলেন, জামায়াতের লক্ষ্য দেশের রাজনীতিতে পরিবর্তন আনা এবং একটি নতুন, ইতিবাচক দৃষ্টিভঙ্গি প্রতিষ্ঠা করা। "আমরা দেশকে মিথ্যাচার, লুটপাট, অত্যাচার এবং দখলের রাজনীতি থেকে মুক্ত করতে চাই,"

ডা. তাহের বলেন, জামায়াত নারী ও অমুসলিমদের পূর্ণ অধিকার নিশ্চিত করবে এবং তাদের নিরাপত্তা ও স্বাধীনতা রক্ষা করবে।

শেখ হাসিনার সমালোচনা করে ডা. তাহের বলেন, ইতিহাস পুনরাবৃত্তি ঘটে, ইতিহাস কোন জালেমকে ক্ষমা করে না, ফ্যাসিবাদ ফিরে আসে না। আমরা পদত্যাগ চেয়েছি আর আল্লাহ দেশ ত্যাগ করিয়েছেন।

কর্মী সম্মেলনে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন জামায়াতের কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য মো. মোবারক হোসেন, কুমিল্লা মহানগর আমির কাজী দ্বীন মোহাম্মদ, চাঁদপুর জেলা আমির মাওলানা বিল্লাল হোসেন মিয়াজী, সাবেক আমির মাওলানা আব্দুর রহিম পাটোয়ারী, নায়েবে আমির এড. মাসুদুল ইসলাম বুলবুল, সেক্রেটারি এড. মো. শাহজাহান মিয়া, সহকারী সেক্রেটারি অধ্যাপক মাওঃ আবুল হোসাইন।

সম্মেলনের সভাপতিত্ব করেন শাহরাস্তি উপজেলা জামায়াতের আমির মুহাম্মদ মোস্তফা কামাল এবং সঞ্চালনায় ছিলেন পৌর জামায়াতের আমির মাওলানা জাহাঙ্গীর আলম।

বিএনপি,জামায়াত
আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত