কক্সবাজারের রামু উপজেলায় সিএনজি টালিত অটোরিকশা ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে শাহাব উদ্দিন জীবন(২৮) নামে অটোরিকশার যাত্রী নিহত হয়েছে। এসময় অটোরিকশার চালকসহ আরও দুইজন গুরুতর আহত হন।
শুক্রবার বেলা আড়াইটার দিকে রামু-উখিয়া আঞ্চলিক মহাসড়কে উপজেলার খুনিয়া পালং এলাকায় এ ঘটনা ঘটেছে।
এদিকে এই ঘটনায় বিক্ষুব্ধ জনতা প্রায় আড়াই ঘণ্টা সড়ক অবরোধ করে বিক্ষোভ করেন সড়কে গতিরোধ স্থাপনের দাবিতে। পরে কক্সবাজার সড়ক ও জনপদ বিভাগের একজন উপ-বিভাগীয় প্রকৌশলী ঘটনাস্থলে উপস্থিত হয়ে গতিরোধ স্থাপনের প্রতিশ্রুতি দিলে অবরোধ প্রত্যাহার করে নেন জনতা।
নিহত শাহাব উদ্দিন জীবন কক্সবাজার থেকে প্রকাশিত দৈনিক গণসংযোগ পত্রিকার বিজ্ঞাপন ম্যানেজার হিসেবে কর্মরত ছিলেন। তিনি উখিয়া উপজেলার হলদিয়া পালংয়ের কাসেম আলীর ছেলে। দুর্ঘটনার পর স্থানীয় বাসিন্দারা এক ঘণ্টা সড়ক অবরোধ করে রাখে। এতে সেখানে যানজটের সৃষ্টি হয়। হাইওয়ে পুলিশ দুর্ঘটনা কবলিত গাড়ি দুটি জব্দ করেছে। রামু ক্রসিং হাইওয়ে থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) মোহাম্মদ নাছির উদ্দিন এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, বেলা আড়াইটার দিকে রামু উপজেলার মধ্যম খুনিয়া পালং স্কুল পাহাড় এলাকায় সিএনজি চালিত অটোরিকশা ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলে একজনের মৃত্যু হয়। আহত সিএনজিচালক বিশাল (২২) ও যাত্রী সৈয়দ আজিমকে (২০) কক্সবাজার সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। ওসি বলেন, গাড়ি দুটি জব্দ করা হয়েছে। এ বিষয়ে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছ।
কক্সবাজার সড়ক ও জনপদ বিভাগের উপ-বিভাগীয় প্রকৌশলী মোস্তফা মুন্সী ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, দুর্ঘটনার পর পরই বিক্ষুব্ধ জনতা গতিরোধক স্থাপনের দাবি সড়ক অবরোধ করেন। আজ শনিবার ওই স্থানে গতিরোধক স্থাপন করা হবে বলে জানান এই কর্মকর্তা।