ঢাকা ১১ জানুয়ারি ২০২৫, ২৭ পৌষ ১৪৩১ | বেটা ভার্সন

প্রতিবন্ধী ময়নার পাশে দাঁড়ালেন পুলিশের সাবেক ডিআইজি 

প্রতিবন্ধী ময়নার পাশে দাঁড়ালেন পুলিশের সাবেক ডিআইজি 

সিরাজগঞ্জের উল্লাপাড়া উপজেলার ধুনচি গ্রামের প্রতিবন্ধী মেয়ে ময়না খাতুনকে (১৯) হুইল চেয়ার উপহার দিলেন এবং তার পাশে দাড়াঁলেন পুলিশের সাবেক ডিআইজি খাঁন সাইদ হাসান।

শুক্রবার বিকেলে তাকে দেখতে গিয়ে এ উপহার দেয়া হয়। সে ওই গ্রামের অসহায় খোদা বক্সের মেয়ে।

সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, ময়না ২০২৪ সালের প্রথম দিকে পুলিশের সার্কুলার অনুযায়ী সিরাজগঞ্জ পুলিশ লাইনে দাঁড়ায় এবং সে যাচাই-বাছাইয়ে উন্নীত হয়। কিন্তু একশ্রেণীর অসাধু পুলিশের যোগসাজশে কতিপয় ব্যক্তি ময়নাকে ডেকে বলে চাকরি নিতে হলে ৩ লাখ টাকা দিতে হবে। এ টাকা না দিলে তাকে বাতিল দেখানো হবে। এতে অস্বাভাবিক দুশ্চিন্তাগ্রস্থ হয়ে পড়ে ময়না এবং সে টাকা ছাড়া চাকরির আশায় পুলিশ কর্মকর্তাসহ কতিপয় প্রভাবশালীর দ্বারে দ্বারে ঘুরতে থাকে। কিন্তু কোথাও সহযোগিতা না পেয়ে ৩ দিন পর সে ফিরে যায় ওই পুলিশ লাইনে। কিন্তু শারীরিক দুর্বলতা আর অতিরিক্ত দুশ্চিন্তায় সে পুলিশ লাইন মাঠে লুটিয়ে পড়ে।

এ সময় তাকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করলে কর্তব্যরত চিকিৎসক জানায়, সে স্ট্রোক করেছে এবং তার শরীর প্যারালাইজড হয়ে গেছে।

এ ঘটনা জানতে পেরে সাবেক ডিআইজি তাকে দেখতে যান এবং হুইল চেয়ার উপহার দেন। সাবেক ডিআইজিকে দেখে আবেগাপ্লুত হয়ে পড়ে প্রতিবন্ধী ময়নার পরিবার।

এ সময় ময়না সকল দুঃখ ভুলে হৃদয় ভরে হাঁসতে থাকে এবং তার এ হাঁসিতে কেঁদে ফেলেন ডিআইজি খাঁন সাঈদ হাসান।

এ বিষয়ে সাবেক ডিআইজি সাংবাদিকদের বলেন, ময়নার পরিবারের অভিযোগ যদি সত্য হলে তদন্ত সাপেক্ষে কঠোর ব্যবস্থা নেয়া হবে। সেইসাথে তিনি প্রতিবন্ধী পরিবারের পাশে মানবিক দৃষ্টি নিয়ে দাঁড়ানোর জন্য সমাজের ধনাঢ্য ব্যক্তিদের আহ্বান জানান এবং তিনি নিজেও তার জন্য সর্বাত্মক চেষ্টা করবেন বলে আশ্বাস দেন।

ডিআইজি,প্রতিবন্ধি
আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত