ঢাকা ১১ জানুয়ারি ২০২৫, ২৭ পৌষ ১৪৩১ | বেটা ভার্সন

চুয়াডাঙ্গায় সেনা সদস্যকে জীবন্ত কবর দিয়ে হত্যার চেষ্টা

চুয়াডাঙ্গায় সেনা সদস্যকে জীবন্ত কবর দিয়ে হত্যার চেষ্টা

চুয়াডাঙ্গা শহরের জান্নাতুল মাওলা কবরস্থান থেকে শনিবার (১১ জানুয়ারি) দুপুরে হাত-পা ও মুখ বাঁধা অবস্থায় এক সেনা সদস্যকে জীবিত উদ্ধার করেছে পুলিশ। অচেতন অবস্থায় উদ্ধারকৃত সেনা সদস্যকে তাৎক্ষণিকভাবে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।

পুলিশ জানায়, উদ্ধার হওয়া সেনা সদস্যের নাম শরিফুল ইসলাম শান্ত। তিনি কক্সবাজার জেলার চকরিয়া উপজেলার ভিলিজার গ্রামের বাসিন্দা। শনিবার বিকাল সাড়ে ৫টা পর্যন্ত তিনি চুয়াডাঙ্গা সদর হাসপাতালের ৬ তলার ৬০৫ নম্বর কক্ষে চিকিৎসাধীন ছিলেন। এখনও তার জ্ঞান ফেরেনি, ফলে তিনি সেনাবাহিনীর কোন ইউনিটে কর্মরত ছিলেন তা জানা সম্ভব হয়নি।

চুয়াডাঙ্গা সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) খালেদুর রহমান জানিয়েছেন, সেনা সদস্য শরিফুল ইসলাম শান্ত ১৫ দিন আগে ট্রেনিংয়ের কথা বলে বাড়ি থেকে বের হন। কীভাবে তিনি চুয়াডাঙ্গায় এলেন এবং অচেতন অবস্থায় কবরস্থানে পাওয়া গেল, তা তদন্তের বিষয়। তার গ্রামের বাড়িতে খবর পাঠানো হয়েছে। পরিবারের সদস্যরা এলে তার পরিচয় সম্পর্কে বিস্তারিত জানা যাবে।

পুলিশের ধারণা, এটি একটি পরিকল্পিত হত্যাচেষ্টা হতে পারে। তাকে জীবন্ত কবর দেওয়ার উদ্দেশ্যে হাত-পা ও মুখ বাঁধা হয়।

চিকিৎসকরা জানিয়েছেন, অচেতন অবস্থায় তাকে নিবিড় পর্যবেক্ষণে রাখা হয়েছে। জ্ঞান ফিরলে তার কাছ থেকে ঘটনার বিবরণ নেওয়া হবে।

জীবন্ত কবর,চুয়াডাঙ্গ,সেনা সদস্য,হত্যা চেষ্টা
আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত