চুয়াডাঙ্গা জেলার জীবননগর আদর্শ সরকারি মহিলা ডিগ্রি কলেজের ডিজিটাল ডিসপ্লেতে ভেসে উঠল ‘ছাত্রলীগ আবার ভয়ংকর রূপে ফিরবে, জয় বাংলা জয় বঙ্গবন্ধু’।
শনিবার (১১ জানুয়ারি) সন্ধ্যার পর জীবননগর আদর্শ সরকারি মহিলা ডিগ্রি কলেজের ডিজিটাল ডিসপ্লেতে এই লেখাটি ভেসে ওঠে।
প্রত্যক্ষদর্শীরা বলেন, সন্ধ্যার পরে জীবননগর সরকারি মহিলা ডিগ্রি কলেজের ডিজিটাল সাইনবোর্ডে ‘ছাত্রলীগ আবার ভয়ংকর রূপে ফিরবে’ জয় বাংলা জয় বঙ্গবন্ধু’ লেখা ভেসে ওঠে। মুহূর্তের মধ্যে বিষয়টি নিয়ে এলাকায় উত্তেজনাকর পরিস্থিতি সৃষ্টি হয়। ঘটনাটি দ্রুত প্রশাসনকে জানানো হয়।
ঘটনাটি নিয়ে এলাকায় নানা আলোচনা-সমালোচনার সৃষ্টি হয়েছে।
প্রতিষ্ঠানটির ভারপ্রাপ্ত অধ্যক্ষ মোঃ রেজাউল ইসলাম জানান, মাগরিবের নামাজের পরে হঠাৎ কলেজের সার্ভারে ডিজিটাল ডিসপ্লেতে ‘ছাত্রলীগ আবার ভয়ংকর রূপে ফিরবে, জয় বাংলা জয় বঙ্গবন্ধু’ লেখাটি ভেসে ওঠে। স্থানীয়রা দেখেই মোবাইল ফোনে আমাকে জানান। আমি দ্রুত বিষয়টি উপজেলা নির্বাহী অফিসার ও জীবননগর থানার অফিসার ইনচার্জকে জানাই। উপজেলা নির্বাহী অফিসারে নির্দেশে জীবননগর থানার অফিসার ইনচার্জ ঘটনাস্থলে উপস্থিত হয়ে সার্ভারটি বন্ধ করে দেন। কিন্তু এটা কিভাবে হল এটা আমাদের জানা নেই।
জীবননগর উপজেলা শাখা যুবদলের সদস্য সচিব মোঃ কামরুল ইসলাম বলেন, একটি সরকারি প্রতিষ্ঠানে নিষিদ্ধ সংগঠনের নাম ভেসে উঠে কি ভাবে, এটা আমাদের জানা নেই তবে এটার সুষ্ঠু তদন্ত হওয়া দরকার। যারা এই ঘটনার সাথে জড়িত তাদের চিহ্নিত করে আইনের আওতায় আনতে হবে। এর আগেও একটি স্কুলে মূল ফটকের ডিসপ্লেতে এরকম কথা ভেসে উঠেছে।
জীবননগর থানার অফিসার ইনচার্জ ওসি মোঃ মামুন হোসেন বিশ্বাস বলেন, ঘটনাটি শোনামাত্র আমরা কলেজে যাই। সেখানে গিয়ে সাইনবোর্ডটি বন্ধ করে দেওয়া হয়। তবে বিষয়টি তদন্ত করা হচ্ছে। অবশ্যই দোষীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
এর আগে, জীবননগর উপজেলার আন্দুলবাড়িয়া দাখিল মাদ্রাসার মেইন গেটের ডিসপ্লেতে আওয়ামী লীগ আবার ভয়ংকর রূপে ফিরবে এমন একটি লেখা ভেসে ওঠে। তার কয়েকদিনের মাথায় এবার জীবননগর সরকারি মহিলা কলেজের ডিসপ্লেতে একই ধরনের লেখা ভেসে উঠলো।