মুন্সীগঞ্জে সুবিধাবঞ্চিত মানুষের মাঝে শহর বিএনপির কম্বল বিতরণ
প্রকাশ : ১২ জানুয়ারি ২০২৫, ১৪:৫৫ | অনলাইন সংস্করণ
মুন্সীগঞ্জ প্রতিনিধি
মুন্সীগঞ্জ পৌরসভার বিভিন্ন ওয়ার্ডের সুবিধাবঞ্চিত, হতদরিদ্র ও ছিন্নমূল অসহায় মানুষের মাঝে পাঁচ শতাধিক কম্বল বিতরণ করেছেন জেলা বিএনপির যুগ্ম-আহবায়ক, শহর বিএনপির সভাপতি ও সাবেক পৌরসভার মেয়র এ কে এম ইরাদত মানু।
রোববার (১২ জানুয়ারি) মুন্সীগঞ্জ শহর বিএনপির উদ্যোগে পৌরসভার ৪, ৫ ও ৬ নং ওয়ার্ডে এই কম্বল বিতরণ করা হয়।
প্রথমে বেলা ১১টার দিকে মুন্সীগঞ্জ পৌরসভার রনছ গাজীবাড়ি এলাকায় কম্বল বিতরণ করা হয়েছে। কম্বল বিতরণ অনুষ্ঠানটি পৌরসভার ওয়ার্ড বিএনপির সভাপতি মীর মো. শরীফ ও সাধারণ সম্পাদক উজ্জ্বল বেপারী এর পরিচালনায় এ সময় শহর যুবদলের আহ্বায়ক মো. এনামুল হক, ৪ নং ওয়ার্ড বিএনপির সভাপতি আব্দুল কাউয়ুম মৃধা, সাধারণ সম্পাদক মো. তোফাজ্জল হোসেন তপন, ৬ নং ওয়ার্ড বিএনপির যুগ্ম-সাধারণ সম্পাদক মো. জামাল গাজী, সরকারি হরগঙ্গা কলেজের সাবেক এজিএস সালাউদ্দিন বেপারী ও মো. আবুল কাসেম গাজী উপস্থিত ছিলেন।
পরে বেলা সাড়ে ১২টার দিকে পৌরসভার ৫ নং ওয়ার্ডের পশ্চিম দেওভোগ কমিউনিটি সেন্টারে সুবিধাবঞ্চিত মানুষের মাঝে কম্বল বিতরণ করা হয়। এতে পশ্চিম দেওভোগ, বৈখর ও গনকপাড়া এলাকার সুবিধাবঞ্চিত ২ শতাধিক মানুষের মাঝে কম্বল বিতরণ করা হয়। এতে জেলা বিএনপির সদস্য মো. গোলজার হোসেন এর পরিচালনায় এ সময় উপস্থিত ছিলেন ৫ নং ওয়ার্ড বিএনপির সভাপতি বাদশা সিকদার, বিএনপি নেতা কামরুজ্জামান খোকা, ওয়ার্ড বিএনপির যুগ্ম-সাধারণ সম্পাদক মো. রমজান সরদার, সাংগঠনিক সম্পাদক রায়হান আহমেদ তপু, শহর সেচ্ছাসেবক দলের আহ্বায়ক পলাশ আহমেদ ও সাধারণ সম্পাদক সোহেল আহমেদ প্রমুখ।
এ সময় একেএম ইরাদত মানু বলেন, আমি বা আমরা বিগত সময়ে আপনাদের কাছে আসার ইচ্ছে থাকলেও আসতে পারিনি। আপনারা জানেন বিগত সরকার আমাদের উপর জুলুম, নির্যাতন করেছে। আমাদের নেতা তারেক রহমানের নির্দেশ রয়েছে আপনাদের পাশে থাকার। আমরা আপনাদের পাশে সবসময়ই থাকতে চাই। আমাদের এ কার্যক্রম সবসময় চলমান থাকবে।