শীতার্ত অসহায় দরিদ্র মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ করেছে উত্তর আমেরিকা ঠাকুরগাঁও জেলা সমিতি।
রোববার (১২ জানুয়ারি) বিকেলে ঠাকুরগাঁও সরকারি বালক উচ্চ বিদ্যালয়ের মাল্টিপারপাস হল রুমের সামনে প্রধান শিক্ষক আক্তারা পারভিনের সভাপতিত্বে শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠান উপলক্ষ্যে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন ঠাকুরগাঁও সরকারি বালক উচ্চ বিদ্যালয়ের সাবেক সভাপতি আখতারুজ্জামান সাবু, বিশেষ অতিথির বক্তব্য রাখেন আলপনা সাহিত্য সাংস্কৃতিক সংগঠনের সভাপতি সফিকুল ইসলাম, ঠাকুরগাঁও জেলা সমিতি উত্তর আমেরিকার সহ-সভাপতি সোহরাব আলী।
অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন খাদেমুল ইসলাম, ইলিয়াস হোসেন, প্রকৌশলী বেলাল হোসেন, হাফিজুর রহমান বাবু, আমিরুল ইসলামসহ অনেকে।
অনুষ্ঠানটি পরিচালনা করেন উত্তর আমেরিকা ঠাকুরগাঁও জেলা সমিতির উপদেষ্টা অধ্যাপক রেজাউল করিম।