ঢাকা ১৩ জানুয়ারি ২০২৫, ২৯ পৌষ ১৪৩১ | বেটা ভার্সন

ঈশ্বরগঞ্জে জিয়া সমাজ কল্যাণ সংসদের কম্বল বিতরণ

ঈশ্বরগঞ্জে জিয়া সমাজ কল্যাণ সংসদের কম্বল বিতরণ

ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে অসহায় দুস্থ শীতার্ত মানুষের মাঝে শীতবস্ত্র হিসেবে কম্বল বিতরণ করেছে 'জিয়া সমাজ কল্যাণ সংসদ'।

রোববার (১২ জানুয়ারি) বিকাল ৪টায় পৌর এলাকার স্টেশন রোডে অবস্থিত 'জিয়া সমাজ কল্যাণ সংসদ' এর অস্থায়ী কার্যালয়ে শীতার্ত মানুষের মাঝে এ কম্বল বিতরণ করা হয়।

সংগঠনের সভাপতি মো: মেহেদী হাসান সুজনের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মোঃ খলিলুর রহমানের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঈশ্বরগঞ্জ থানার অফিসার ইনচার্জ মো. ওবায়দুর রহমান, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঈশ্বরগঞ্জ উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা মাহবুবুর রহমান।

এসময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন জিয়া সমাজ কল্যাণ সংসদ এর উপদেষ্টা মোঃ ইয়াসিন আরাফাত, মোঃ মাহফুজুল আলম রাজ, মোঃ চন্দন মিয়া, জিয়া সমাজ কল্যাণ সংসদ এর সহ-সভাপতি মো: জুয়েল রানা, যুগ্ম সম্পাদক সম্পাদক মোঃ শাহিনুল ইসলাম কাঞ্চন, সাংগঠনিক সম্পাদক মোঃ আবুল কায়সার রিপু, কোষাধক্ষ মোঃ মাহমুদুল হাসান রাসেল, দপ্তর সম্পাদক মোঃ রফিকুল ইসলাম (সরকার) প্রমুখ।

অনুষ্ঠানে প্রধান অতিথি ওসি মো. ওবায়দুর রহমান বলেন, শীতার্ত মানুষের পাশে দাঁড়ানো বিত্তবানদের নৈতিক দায়িত্ব। দরিদ্র ও হতদরিদ্র মানুষ, যাদের শীতবস্ত্র নেই, শীত নিবারণের জন্য সামান্য একটি কম্বল নেই, এখন যত দ্রুত সম্ভব এসব মানুষের দিকে সহযোগিতার হাত বাড়িয়ে দিতে হবে।

ঈশ্বরগঞ্জ,কম্বল বিতরণ
আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত