ঢাকা ১২ জানুয়ারি ২০২৫, ২৮ পৌষ ১৪৩১ | বেটা ভার্সন

কারাবন্দী বিডিআর সদস্যদের মুক্তির দাবিতে ব্রাহ্মণবাড়িয়ায় মানববন্ধন

কারাবন্দী বিডিআর সদস্যদের মুক্তির দাবিতে ব্রাহ্মণবাড়িয়ায় মানববন্ধন

চাকরীচ্যুত বিডিআর সদস্যদের পুনর্বহাল ও কারাবন্দী বিডিআর সদস্যদের মুক্তির দাবীতে ব্রাহ্মণবাড়িয়ায় মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

রোববার (১২ জানুয়ারি) সকালে বিডিআর কল্যাণ পরিষদ ব্রাহ্মণবাড়িয়া জেলা শাখার আয়োজনে ব্রাহ্মণবাড়িয়া প্রেসক্লাবের সামনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।

এতে উপস্থিত ছিলেন বিডিআর এর নায়েক বদরুল আলম, নায়েক জাহাঙ্গীর, সিপাহী আবদুল মান্নান, মাসুদ পারভেজসহ বিডিআর সদস্য ও তাদের পরিবারবর্গ।

এসময় বক্তারা বলেন, ২০০৯ সালের ২৫ ও ২৬ ফেব্রুয়ারী পরিকল্পিত ও ষড়যন্ত্রের মাধ্যমে পিলখানায় সংঘটিত হত্যাকান্ডের দায় বিডিআর সদস্যদের উপর চাপিয়ে দেয়া হয়েছে। মূলত তৎকালীন ফ্যাসিস্ট সরকার তাদের ক্ষমতা স্থায়ী করতে বিডিআর বাহিনীকে ধ্বংস করার জন্য এই ঘৃণ্য ষড়যন্ত্র করে বলে মন্তব্য করেন তারা।

এসময় বক্তারা পিলখানায় ৫৭ জন সেনা অফিসারসহ ৭৪ জনকে নির্মমভাবে হত্যাকান্ডের পেছনে দায়ী ব্যাক্তিবর্গ এবং নেপথ্যের নায়কদের চিহ্নিত করে অতি দ্রুত দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করা এবং যে সকল সদস্যের সাজার মেয়াদ শেষ ও খালাসপ্রাপ্ত তাদের মুক্তির দাবি জানান। পাশাপাশি তদন্ত কমিশনকে স্বাধীন, নিরপেক্ষ ও নির্ভয়ে কাজ করার সুবিধা দেয়াসহ গণহারে গ্রেপ্তার করে যাদের অন্যায়ভাবে চাকরিচ্যুত করা হয়েছে তাদের সবাইকে সরকারি সকল প্রকার সুযোগ সুবিধা দেওয়ারও দাবি জানান তারা।

বিডিআর,মুক্তি,মানববন্ধন
আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত