হবিগঞ্জে ১৮৬ বোতল ভারতীয় মদ উদ্ধার
প্রকাশ : ১২ জানুয়ারি ২০২৫, ১৯:৩৮ | অনলাইন সংস্করণ
হবিগঞ্জ প্রতিনিধি
হবিগঞ্জের মাধবপুরে বিজিবির অভিযানে ১৮৬ বোতল ভারতীয় মদ উদ্ধার করা হয়েছে। রোববার (১২ জানুয়ারি) বিকেলে এসব তথ্য দেন ব্যাটালিয়নের (৫৫ বিজিবি) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল তানজিল।
এর আগে ভোরে সকালে ভারতীয় সীমান্ত এলাকার তেলিয়াপাড়া চা বাগান থেকে মদের বোতলগুলো উদ্ধার করা হয়। উদ্ধারকৃত মদের মূল্য ২ লাখ ৭৯ হাজার টাকা।
বিজিবি-৫৫ ব্যাটালিয়নের এক প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়- রোববার ভোরে তেলিয়াপাড়া বিওপির নায়েব সুবেদার প্যাট্রিক দালবৎ এর নেতৃত্বে তেলিয়াপাড়া চা বাগানের ১৯ নং বাগান এলাকায় অভিযান চালানো হয়। এতে উল্লিখিত পরিমাণ মদ উদ্ধার করা হয়। তবে বিজিবির উপস্থিতি টের পেয়ে চোরাকারবারিরা পালিয়ে যায়।
হবিগঞ্জ ব্যাটালিয়নের (৫৫ বিজিবি) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল তানজিল জানান- জব্দকৃত মাদক চুনারুঘাট কাস্টমসে হস্তান্তর করা হবে। এধরণের অভিযান অব্যাহত আছে। সীমান্ত এলাকাগুলোতে মাদক ও অন্যান্য চোরাচালান প্রতিরোধে স্থানীয় জনগণের সহযোগিতাও অত্যন্ত গুরুত্বপূর্ণ।