ঢাকা ১৩ জানুয়ারি ২০২৫, ২৯ পৌষ ১৪৩১ | বেটা ভার্সন

পিরোজপুরে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কর্মসূচিকে কেন্দ্র করে উত্তেজনা

পিরোজপুরে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কর্মসূচিকে কেন্দ্র করে উত্তেজনা

পিরোজপুর জেলায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের জুলাই ঘোষণাপত্রের গণসংযোগ ও লিফলেট বিতরণ কর্মসূচিকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে ধাক্কাধাক্কি ও পাল্টাপাল্টি স্লোগানের ঘটনা ঘটেছে।

রোববার (১২ জানুয়ারি) দুপুরে শহরের গোপালকৃষ্ণ টাউন ক্লাব মাঠে এই সংঘাতের সূত্রপাত হয়।

জাতীয় নাগরিক কমিটি এবং বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের যৌথ উদ্যোগে "জুলাই ঘোষণাপত্র" বাস্তবায়নের লক্ষ্যে কর্মসূচি পালিত হচ্ছিল। লিফলেট বিতরণের সময় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের দুই অংশের মধ্যে বিরোধ বাধে। এক অংশের মুছাব্বির আহম্মেদ সানি অপরপক্ষের মোঃ মইন নেতৃত্বে দেয়।

মুছাব্বির আহম্মেদ সানির নেতৃত্বাধীন অংশের অভিযোগ করে বলেন, অপর পক্ষ ছাত্র আন্দোলনের নামে অপরাধমূলক কাজ করছে এবং আন্দোলনের প্রকৃত উদ্দেশ্যকে বিকৃত করছে। অন্যদিকে মোঃ মইনের নেতৃত্বাধীন অংশের অভিযোগ করে বলেন, মুছাব্বির আহম্মেদ সানির অংশ ছাত্রলীগের সদস্যদের সাথে নিয়ে কর্মসূচি করছে, যা আন্দোলনের মূল চেতনার বিরুদ্ধে। পরে পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে উভয় পক্ষকে শান্ত করে।

লিফলেট বিতরণকালে আরও উপস্থিত ছিলেন, জাভেদ হাসান, শাহনেওয়াজ অভি,আফরোজা আক্তার, রেদোয়ান রিয়াজ, আসমা আক্তার, মালিহা জামান, সিকদার নোমান, লুলু আল মারজান ও জামান ইসলাম প্রমুখ।

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন
আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত