বেনাপোল সীমান্তে অবৈধ অনুপ্রবেশের সময় আটক ২

প্রকাশ : ১৩ জানুয়ারি ২০২৫, ০৯:২৩ | অনলাইন সংস্করণ

  বেনাপোল প্রতিনিধি

যশোরের বেনাপোলে বিজিবির অভিযানে বিদেশী মদ, ভারতীয় শাড়ী, কম্বল, তৈরী পোশাক, থ্রী পিস, চাদর, বিভিন্ন প্রকার মলম, পান মসলা, পাতার বিড়ি, সিগারেট, ঔষধ, কসমেটিক্স সামগ্রীসহ অবৈধ অনুপ্রবেশের সময় ২ জন বাংলাদেশীকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ বিজিবি সদস্যরা। 

আটকৃতরা হলেন- বাগেরহাট জেলার বুড়ি গাংনী গ্রামের আয়েত আলী বিশ্বাসের মেয়ে হাসি খানম (৩৫) ও মৃত আব্দুল রাজ্জাকের ছেলে আব্দুল্লাহ (১০)।

৪৯ বিজিবি ব্যাটালিয়ন অধিনায়ক, লেঃ কর্নেল সাইফুল্লাহ্ সিদ্দিকী, জানান, বিজিবি'র আভিযানে শিকারপুর বিওপি, বেনাপোল বিওপি, আমড়াখালী চেকপোস্ট্ এবং বেনাপোল আইসিপি’র সীমান্ত এলাকায় বিশেষ মাদক ও চোরাচালান বিরোধী অভিযান পরিচালনা করে ৩,৪৪,৯৪০ টাকা মূল্যের বিদেশী মদ, ভারতীয় শাড়ী, কম্বল, তৈরী পোশাক, থ্রী পিস, চাদর, বিভিন্ন প্রকার মলম, পান মসলা, পাতার বিড়ি, সিগারেট, ঔষধ, কসমেটিক্স সামগ্রী এবং অবৈধ অনুপ্রবেশের চেষ্টাকালে ২ জন বাংলাদেশীকে আটক করা হয়েছে। 

এ ছাড়াও ভবিষ্যতে বিজিবি’র এ ধরণের অভিযান অব্যাহত রাখার জন্য অনুরোধ করেন এলাকায়বাসী।