জঙ্গি, সন্ত্রাসবাদ, মাদক, ইভটিজিং ও বাল্যবিবাহ প্রতিরোধে পিরোজপুর জেলাধীন নাজিরপুরের বৈঠাকাটা পুলিশ তদন্ত কেন্দ্রে ওপেন হাউজ ডে অনুষ্ঠিত হয়েছে।
রোববার (১২ জানুয়ারি) দুপুরে জেলার নাজিরপুর উপজেলার কলারদোয়ানিয়া ইউনিয়নের বৈঠাকাটা বাজার পুলিশ (তদন্ত কেন্দ্র) ওপেন হাউস ডে কর্মসূচি আয়োজন করেন নাজিরপুর থানা।
ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. মোঃ মাহামুদ আল- ফরিদ ভূইয়ার সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন পুলিশ সুপার খানঁ মুহাম্মদ আবু নাসের, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) নাসরিন জাহান।
প্রধান অতিথির বক্তব্যে জেলা পুলিশ সুপার খানঁ মুহাম্মদ আবু নাসের বলেন, পুলিশকে যেকোনো ধরনের অপরাধ মূলক কর্মকান্ডের তথ্য দিয়ে সহযোগিতা আহ্বান জানান তিনি আরো বলেন, অপরাধী যেই হোক না কেন কোন ছাড় নয় কঠিন ব্যবস্থা নেয়া হবে। আপনারা আমাদের সহযোগীতা করুন পুলিশ আপনার পাশে থাকবে। এক্ষেত্রে তথ্য প্রদানকারীর পরিচয় গোপন রাখা হবে বলেও জানায়।
সভায় অংশগ্রহণকারীরা সংগঠিত বিভিন্ন অপরাধমূলক সমস্যার কথা তুলে ধরেন এবং সেগুলো সমাধানের জন্য পুলিশ প্রশাসনকে বিভিন্ন ধরনের পরামর্শ প্রদান করেন।
এসময় উপস্থিত ছিলেন, বৈঠাকাটা বাজার পুলিশ(তদন্ত কেন্দ্র) ইনর্চাজ রাধেসাম সরকার, উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ন আহবায়ক রেজাউল করিম লিটন, প্রেসক্লাব সভাপতি আবু সাঈদ খান, স্থানীয় ইউপি চেয়ারম্যান মোঃ হাসনাত ডালিমসহ স্থানীয় রাজনৈতিক ও সচেতন নাগরিক।