ঢাকা ১৪ জানুয়ারি ২০২৫, ৩০ পৌষ ১৪৩১ | বেটা ভার্সন

চিংড়িঘের দখলে নিতে গুলিবর্ষণে আহত ১, অস্ত্রসহ আটক ৪

চিংড়িঘের দখলে নিতে গুলিবর্ষণে আহত ১, অস্ত্রসহ আটক ৪

কক্সবাজারের চকরিয়া উপজেলার চরণদ্বীপ চিংড়ি জোন এলাকায় চিংড়িঘের দখল করতে গিয়ে গুলিবর্ষণে এক ঘের কর্মচারী আহত হয়েছেন। এসময় ঘেরে অভিযান চালিয়ে অস্ত্রসহ চারজনকে আটক করেছে পুলিশ ও স্থানীয় জনতা।

রোববার (১২ জানুয়ারি) বিকেল থেকে সন্ধ্যা পর্যন্ত ঘেরে অভিযান চালিয়ে তাদেরকে আটক করা হয়। আগেরদিন শনিবার দিবাগত রাতে চিরিংগা ইউনিয়নের চরণদ্বীপ চিংড়ি জোন এলাকায় ঘের দখলের এ ঘটনা ঘটে।

গুলিবিদ্ধ ঘের কর্মচারীর নাম মোহাম্মদ এহেসান (৪৫)। তিনি সওদাগরঘোনা গ্রামের মৃত সামশুল আলমের ছেলে।

আটককৃত চারজন হলেন- চকরিয়া উপজেলার চিরিংগা ইউনিয়নের সওদাগরঘোনা গ্রামের মৃত আব্দুল কাদেরের ছেলে আবু তাহের (৪৪), একই এলাকার জাকের আহমদের ছেলে মোহাম্মদ মিরাজ (৩২), নুরুনবীর ছেলে আবু তাহের মিয়া (৪৫) ও আব্দুল মজিদের ছেলে দিদারুল ইসলাম (২৪)।

জানা যায়, উপজেলার চিরিংগা ইউনিয়নের চরণদ্বীপ চিংড়ি জোনের এলাকায় লিজভুক্ত ৮৩০ একর চিংড়ি প্লট রয়েছে। গত শনিবার দিবাগত রাতে ২০-২৫ জনের সশস্র সন্ত্রাসীদের একটি দল ঘেরগুলো জবর দখল করে নেয়। এ ঘটনার পরদিন রবিবার সকালে জবরদখল হওয়া ঘেরগুলোর মালিকরা চিংড়ি জোন এলাকায় যায়। এ সময় সেখানে দুইপক্ষের মাঝে ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে। এক পর্যায়ে দখলকারীরা কয়েক রাউন্ড ফাঁকা গুলিবর্ষণ করলে এতে মো. এহেসান নামে একজন ঘের কর্মচারি গুলিবিদ্ধ হয়ে গুরুতর আহত হন। আশংকাজনক অবস্থায় প্রথমে তাকে চকরিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ও পরে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে ভর্তি করা হয়।

পরদিন রবিবার দুপুরে ঘের মালিকরা থানায় উপস্থিত হয়ে এ ব্যাপারে পুলিশের সহায়তা চাইলে ভারপ্রাপ্ত কর্মকর্তাসহ (ওসি) থানা পুলিশের একটি শক্তিশালী টিম স্থানীয় জনতাকে সাথে নিয়ে দখল হওয়া চিংড়ি ঘেরে অভিযান চালায়। এ সময় খবর পেয়ে সন্ত্রাসীরা পালিয়ে গেলেও চরণদ্বীপ ভাটামনির খাল এলাকার চিংড়িঘেরের একটি বাসা থেকে দেশীয় পদ্ধতিতে তৈরি একটি বন্দুকসহ আবু তাহের মিয়া নামে একজনকে আটক করে পুলিশ। এ সময় স্থানীয় লোকজন আশপাশের বিভিন্ন এলাকা থেকে আবু তাহের, মিরাজ ও দিদারুল ইসলাম নামে আরও তিনজনকে আটক করে পুলিশের কাছে সোপর্দ করে।

চকরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মঞ্জুর কাদের ভূঁইয়া বলেন, চকরিয়াার চরণদ্বীপ চিংড়ি জোনের ৮৩০ একর চিংড়ি ঘের দখলের খবর পেয়ে রবিবার বিকালে থানা পুলিশ ঘটনাস্থলে যায়। এ সময় পুলিশের উপস্থিতি টের পেয়ে সন্ত্রাসীরা পালিয়ে যায়। পরে এক চিংড়িঘেরের একটি বাসা থেকে দেশীয় তৈরী একটি বন্দুকসহ একজনকে আটক করে পুলিশ। এ সময় স্থানীয় লোকজন আশপাশের বিভিন্ন এলাকা থেকে আরও তিনজনকে পাকড়াও করে পুলিশের কাছে সোপর্দ করে। এ ব্যাপারে পরবর্তী আইনগত পদক্ষেপ চলমান রয়েছে।

দখলে নিতে গুলিবর্ষণে আহত ১, অস্ত্রসহ আটক ৪,দখল,গুলিবর্ষণ,আহত,আটক
আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত