পিরোজপুরের ইন্দুরকানীতে ‘তারুণ্যের ভাবনায় আগামীর বাংলাদেশ’- শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (১৩ জানুয়ারি) সকাল সাড়ে ১১টায় ইন্দুরকানী উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা সভাকক্ষে এ কর্মশালা অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী অফিসার হাসান বিন মুহাম্মাদ আলী।
এ সময় উপস্থিত ছিলেন ইন্দুরকানী (জিয়ানগর) উপজেলা বিএনপির আহ্বায়ক মো. ফরিদ আহম্মেদ, সদস্য সচিব আলমগীর কবির মান্নু, উপজেলা জামায়াতে ইসলামীর সেক্রেটারি মো. রাতুল, ইন্দুরকানী সরকারি কলেজের প্রভাষক মো. জাকারিয়া হোসেন, উপজেলা নিবার্চন অফিসার তরিকুল ইসলাম, যুব উন্নয়ন অফিসার আবু জাফর হাওলাদার, প্রেসক্লাবের সাবেক সভাপতি ফারুক হোসাইন, আমার দেশ প্রতিনিধি মো. শাহিদুল ইসলাম, জাতীয় সাংবাদিক সংস্থার উপজেলা সাধারণ সম্পাদক মো. জিয়াউল ফকির, আমাদের সময় প্রতিনিধি মো. মারুফুল ইসলাম সহ উপজেলার বিভিন্ন বিদ্যালয়ের শিক্ষক ছাত্র-ছাত্রী, মসজিদের ইমাম ও উদ্যোক্তারা।
অনুষ্ঠানের সঞ্চালনা করেন উপজেলা আইসিটি কর্মকর্তা চন্দন রায়।