লালমনিরহাটের হাতীবান্ধায় ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে বসতবাড়ির ওপর উল্টে পড়ায় নুরি বেগম (৫৫) নামে এক গৃহবধূ নিহত হয়েছেন। এ ঘটনায় তার তিন বছরের নাতি আব্দুল্লাহ আহত হয়েছেন। সোমবার (১৩ জানুয়ারি) ভোরে পাটিকাপাড়া বটতলা এলাকার মহাসড়কে এই দুর্ঘটনা ঘটে।
হাতীবান্ধা থানার ওসি মাহমুদুন নবী এঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
হাতীবান্ধা থানার ওসি মাহমুদুন নবী জানান, মহাসড়কের পাশে একটি ঝুপড়ি ঘরে নুরি বেগম ও তার নাতি আব্দুল্লাহ ঘুমিয়ে ছিলেন। ভোরে সিমেন্ট বোঝাই একটি ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে ঝুপড়ি ঘরটির ওপর উল্টে পড়ে। এতে নুরি বেগম ঘটনাস্থলেই নিহত হন এবং আব্দুল্লাহ গুরুতর আহত হন।
হাতীবান্ধা ফায়ার সার্ভিসের ইনচার্জ ইমরান হোসেন বলেন, দুর্ঘটনার খবর পেয়ে ফায়ার সার্ভিসের একটি দল দেড় ঘণ্টা চেষ্টা চালিয়ে আহত শিশুটিকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করে। তবে নুরি বেগমকে মৃত অবস্থায় উদ্ধার করা হয়।
হাতীবান্ধা হাইওয়ে থানার ইনচার্জ হাফিজুর রহমান বলেন, দুর্ঘটনার পর সড়কে যান চলাচল স্বাভাবিক রাখা হয়েছে। দুর্ঘটনায় জড়িত ট্রাকটি জব্দ করা হয়েছে এবং প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা নেওয়া হচ্ছে।