ঢাকা ১৪ জানুয়ারি ২০২৫, ৩০ পৌষ ১৪৩১ | বেটা ভার্সন

নদীতে ঘুরে ঘুরে মানতা সম্প্রদায়ের মাঝে কলাপাড়ার ইউএনওর কম্বল বিতরণ

নদীতে ঘুরে ঘুরে মানতা সম্প্রদায়ের মাঝে কলাপাড়ার ইউএনওর কম্বল বিতরণ

জলে জন্ম, জলে মৃত্যু, জলেই জীবন যাপন। হাড় কাঁপানো শীতে জলে বসবাসকারী মানতা সম্প্রদায়ের মানুষ পড়েছেন চরম ভোগান্তিতে।

সোমবার সকাল দশটায় পায়রা বন্দরের প্রথম টার্মিনাল সংলগ্ন রাবনাবাদ নদীতে নৌকাযোগে ঘুরে ঘুরে নদীতে বসবাসকারী এ সম্প্রদায়ের মাঝে এসব কম্বল বিতরণ করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা রবিউল ইসলাম।

উপজেলা প্রশাসনের উদ্যোগে এদিন অর্ধশতাধিক মানতা পরিবারের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়। এ সময় ইউএনও’র সঙ্গে ছিলেন উপজেলা লেডিস ক্লাবের সভাপতি সুরাইয়া ফাহিমা এমা, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোকছেদুল আলম, এবং ঘূর্ণিঝড় প্রস্তুতি কর্মসূচির সহকারী পরিচালক আশাদুজ্জামান।

উপজেলা প্রশাসন জানায়, সরকারের বরাদ্দকৃত ৩,০০০ কম্বলের মধ্যে হতদরিদ্র মানতা সম্প্রদায়ের জন্য একটি অংশ বরাদ্দ করা হয়েছে। শীতবস্ত্র বিতরণ কার্যক্রম চলমান রয়েছে এবং নদীতে বসবাসরত মানুষের দুর্ভোগ লাঘবে প্রশাসন সবসময় সচেষ্ট।

শীত নিবারণে কম্বল পেয়ে প্রশাসনের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে মানতা সম্প্রদায়।

মানতা সম্প্রদায়,শীত
আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত