প্রিপেইড মিটার স্থাপন নিয়ে মতবিনিময় সভায় মুজিব বর্ষের লোগো প্রদর্শনের ঘটনাকে কেন্দ্র করে রংপুরে নেসকোর আয়োজিত সভায় চরম হট্টগোলের সৃষ্টি হয়েছে।
সোমবার দুপুরে রংপুর জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে জেলা প্রশাসক মোহাম্মদ রবিউল ফয়সালের সভাপতিত্বে রাজশাহী ও রংপুর বিভাগে নেসকোর আওতাধীন প্রিপেইড মিটার স্থাপন প্রকল্প নিয়ে আলোচনা অনুষ্ঠিত হয়। সভায় বিদ্যুৎ গ্রাহক, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতৃবৃন্দ এবং বিভিন্ন অংশীজন উপস্থিত ছিলেন।
প্রিপেইড মিটার ইস্যুতে জেলা প্রশাসনের আয়োজনে নেসকোর সাথে সংশ্লিষ্টদের মতবিনিময় সভায় নেসকো কিছু স্লাইড প্রদর্শন করা শুরু করে। আলোচনার শুরুতেই নেসকোর স্লাইড প্রদর্শনের সময় মুজিব বর্ষের লোগো ভেসে আসে। এর পরিপ্রেক্ষিতে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতারা প্রতিবাদে শুরু হয় হট্টগোল। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন রংপুর মহানগর সাথে সাথে এর প্রতিবাদ জানায়, সভাস্থলে তাৎক্ষণিক প্রতিক্রিয়া জানান বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন রংপুর মহানগরের আহ্বায়ক ইমতিয়াজ আহম্মদ ইমতি, যুগ্ম সদস্য সচিব ডা. নাসিফ, মুহম্মদ রাজিমুজ্জামান হৃদয়, সদস্য নাবিল আহমেদ রোহিত প্রমুখ।
নেসকোর রংপুর অঞ্চলের নির্বাহী কর্মকর্তা আশরাফুল ইসলাম মন্ডল জানান, এই পরিস্থিতি তদন্ত করে যথাযথ ব্যবস্থা নেওয়ার ।
জেলা প্রশাসক মোহাম্মদ রবিউল ফয়সাল জনভোগান্তির বিষয়টি বিবেচনায় নিয়ে নেসকোর প্রিপেইড মিটার স্থাপনের কার্যক্রম স্থগিত রাখার অনুরোধ জানিয়েছেন।
পরবর্তীতে সংবাদ সম্মেলনে আহ্বায়ক জানান, জনগণের ইচ্ছার বিরুদ্ধে রংপুরে প্রিপেইড মিটার স্থাপন করতে দেওয়া হবে না। জনগণ তার সুবিধা মতো বিদ্যুৎ সেবার জন্য যেটা চাচ্ছে সেটাই করতে হবে। এই নেসকো আজকে রাষ্ট্রের বিরুদ্ধে ফ্যাসিস্ট মুজিববাদী লোগো ব্যবহার করেছে, অর্থাৎ তারা আওয়ামী লীগকে প্রমোট করছে৷ রংপুরের নেসকোর সকল কর্মকর্তাদের বিরুদ্ধে যথাযথ আইনি ব্যবস্থা নিতে হবে। এরা দুর্নীতি গ্রস্থ, দাঁত ভাঙা জবাব দিতে বৈষম্যবিরোধীরা প্রস্তুত আছে।