ঢাকা ১৪ জানুয়ারি ২০২৫, ৩০ পৌষ ১৪৩১ | বেটা ভার্সন

প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট উদ্বোধন

প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট উদ্বোধন

সিরাজগঞ্জে শহিদ শামসুদ্দিন স্টেডিয়ামে প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের (বালক ও বালিকা) শুভ উদ্বোধন করা হয়েছে।

“দেশ বদলাই, পৃথিবী বদলাই” এই শ্লোগান নিয়ে এবং তারুণ্যের উৎসব ২০২৫ নতুন বাংলাদেশ গড়ার লক্ষ্যকে সামনে রেখে সোমবার সকালে জেলা প্রাথমিক শিক্ষা অফিসের আয়োজনে এ টুর্নামেন্টের উদ্বোধন করেন জেলা প্রশাসক মুহাম্মদ নজরুল ইসলাম।

এই তিন দিনব্যাপী গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধনী অনুষ্ঠানে জেলা প্রাথমিক শিক্ষা অফিসার মোঃ হারুনর রশিদের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন পুলিশ সুপার মোঃ ফারুক হোসেন, অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) রোজিনা আক্তার, জেলা ক্রীড়া অফিসার নূরে এলাহী, প্রেসক্লাবের সভাপতি হারুন অর রশিদ খান হাসান, সহকারী জেলা প্রাথমিক শিক্ষা অফিসার বিশ্বজিৎ কুমার সাহা, সহকারী উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার শাহ আলম, অরুণ কুমার দেবনাথ, জেলা বিএনপির ক্রীড়া বিষয়ক সম্পাদক হেদায়েতুল ইসলাম ফ্রুট।

জেলার নয়টি উপজেলার চ্যাম্পিয়ন দল এ গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টে অংশগ্রহণ করছে বলে সংশ্লিষ্ট সূত্র থেকে জানানো হয়েছে।

গোল্ডকাপ ফুটবল
আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত