জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা রফিকুল ইসলাম খান বলেছেন, দেশের মানুষ এখন সৎ, যোগ্য ও দক্ষ নেতৃত্বের অপেক্ষায় রয়েছে। এ জন আকাঙ্ক্ষা পূরণের জন্য জামায়াত-শিবিরকে আবারো ঐতিহাসিক ভূমিকা পালন করতে হবে।
রোববার বিকেলে সিরাজগঞ্জের তাড়াশ উপজেলার নওগাঁ জিন্দানী ডিগ্রি কলেজ মাঠে আয়োজিত জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
তিনি আরো বলেন, বিএনপি ও জামায়াতে ইসলামীর মধ্যে কোনো ধরনের দূরত্ব নেই। এ দুটি দলের মধ্যে বরং সুসম্পর্ক রয়েছে। আগামী দিনের রাজনীতি হবে ইতিবাচক। ফ্যাসিবাদী শক্তি জামায়াত-শিবিরকে নিষিদ্ধ করেছিল এবং তারাই আজ জনগণের কাছে নিষিদ্ধ হয়েছে। জামায়াত-শিবির সব বাধা অতিক্রম করে তার লক্ষ্যে এগিয়ে যাচ্ছে। আগামী দিনে এ জাতিকে সৎ, দক্ষ, চাঁদাবাজমুক্ত নেতৃত্ব উপহার দিতে এগিয়ে আসতে হবে। জনগণ জামায়াতকে ক্ষমতা দিলে আমরা রাজা না হয়ে জনগণের সেবক হব ইনশাআল্লাহ। এ জমিনে ইসলামের বিজয়ের পতাকা না ওড়ানো পর্যন্ত ত্যাগ শিকারে জামায়াত-শিবিরের নেতাকর্মী প্রস্তুত রয়েছে।
স্থানীয় জামায়াতের সভাপতি ফজলুর রহমান মাস্টারের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে বক্তব্যে রাখেন, জেলা জামায়াতে ইসলামীর আমির অধ্যক্ষ মাওলানা শাহিনুল আলম, নায়েবে আমির মাওলানা আব্দুস সালাম, কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ড. আব্দুস সামাদ, ঢাকা মহানগর দক্ষিণ জামায়াতের অন্যতম নেতা এবিএম আব্দুস সাত্তার, তাড়াশ উপজেলা জামায়াতে আমির খ ম সাকলাইন, সেক্রেটারি মাওলানা শাহাজাহান আলী, তাড়াশ পৌর জামায়াতের সভাপতি কাওসার হাবীব, উপজেলা ছাত্র শিবিরের সভাপতি ইয়াহিয়া খান প্রমুখ।