বেনাপোল ইমিগ্রেশন দিয়ে ভারতে যাওয়ার সময় সন্দেহভাজন হিসেবে ছাত্রলীগ নেত্রী সুস্মিতা পান্ডে ও তার ভাই সত্যজিত পান্ডেকে আটক করেছে ইমিগ্রেশন পুলিশ ও বিজিবি।
সোমবার সকালে বেনাপোল সীমান্ত দিয়ে ভারতে প্রবেশকালে তাদের আটক করা হয়।
ইমিগ্রেশন পুলিশের ওসি ইব্রাহিম আহম্মেদ জানিয়েছেন, ঢাকা ইডেন কলেজের সাবেক সাংগঠনিক সম্পাদক সুস্মিতা পান্ডে এবং তার ভাই সত্যজিত পান্ডে মাগুরা সদরের বাসিন্দা স্বপন পান্ডের সন্তান। তাদের বিরুদ্ধে ঢাকা নিউমার্কেট থানায় নাশকতা মামলা রয়েছে।
আটকের পর তাদের বেনাপোল পোর্ট থানায় সোপর্দ করা হয়েছে। পুলিশ জানিয়েছে, পরবর্তী সময়ে তাদের ঢাকা নিউমার্কেট থানায় হস্তান্তর করা হবে।