ঢাকা ১৪ জানুয়ারি ২০২৫, ৩০ পৌষ ১৪৩১ | বেটা ভার্সন

শেরপুরে ‘হার পাওয়ার’ প্রকল্পের স্থানীয় পর্যায়ের কর্মশালা

শেরপুরে ‘হার পাওয়ার’ প্রকল্পের স্থানীয় পর্যায়ের কর্মশালা

"এসো দেশ বদলাই, পৃথিবী বদলাই" স্লোগানকে সামনে রেখে নারীর ক্ষমতায়নে তথ্যপ্রযুক্তি নির্ভর ‘হার পাওয়ার’ প্রকল্পের স্থানীয় পর্যায়ের কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।

শেরপুর জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে সোমবার (১৩ জানুয়ারি) দুপুরে এ কর্মশালা অনুষ্ঠিত হয়।

কর্মশালায় শেরপুর সদর উপজেলার হার পাওয়ার প্রকল্পের আওতায় ১০৫ জন প্রশিক্ষণার্থীর মাঝে একটি করে ল্যাপটপ বিতরণ করা হয়।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জেলা প্রশাসক তরফদার মাহমুদুর রহমান। ল্যাপটপগুলো বিতরণ করেন জাতীয় সাইবার নিরাপত্তা এজেন্সির মহাপরিচালক ও অতিরিক্ত সচিব আবু সাঈদ মো. কামরুজ্জামান এনডিসি।

কর্মশালায় জেলা আইসিটি কর্মকর্তা মো. তারিকুল ইসলাম প্রকল্প সম্পর্কিত বিভিন্ন তথ্য উপস্থাপন করেন।

তিনি জানান, দেশের ৪৪ টি জেলার সদর উপজেলা সহ মোট তিনটি করে উপজেলা ও রংপুরের পীরগঞ্জ উপজেলা সহ মোট ১৩০টি উপজেলায় হার পাওয়ার প্রকল্পটি বাস্তবায়িত হচ্ছে। যার মাধ্যমে তথ্যপ্রযুক্তিকে নারীদের ক্ষমতায়ন বৃদ্ধিতে ৪টি ক্যাটাগরিতে সর্বমোট ২৫ হাজার ১২৫ জন নারীকে ৬ মাস মেয়াদী প্রশিক্ষণ প্রদান কার্যক্রম চলমান রয়েছে। এরই ধারাবাহিকতাযয় শেরপুর সদর উপজেলায় ২১০ জন, নালিতাবাড়ীতে ১৮৫ জন এবং শ্রীবরদীতে ১২৫ জন সহ মোট ৫৮০ জন নারীকে প্রশিক্ষণ প্রদান করা হবে।

কর্মশালা,শেরপুর
আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত