নাটোরে কিশোরীকে ধর্ষণ, অভিযুক্ত যুবক গ্রেফতার

প্রকাশ : ১৪ জানুয়ারি ২০২৫, ১৪:২২ | অনলাইন সংস্করণ

  নাটোর প্রতিনিধি

প্রতীকী ছবি

নাটোরের লালপুরে ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর এক কিশোরীকে ধর্ষণের অভিযোগে মো. শাহীন হোসেন (৩০) নামে এক যুবককে গ্রেফতার করেছে পুলিশ। 

সোমবার (১৩ জানুয়ারি) বিকেল লালপুর উপজেলার ডহরশৈলা গ্রাম থেকে তাকে গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃত ওই যুবক উপজেলার একই এলাকার শহিদুল ইসলামের ছেলে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, সোমবার বিকেলে লালপুর উপজেলার ডহরশৈলা গ্রামের ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর ১৪ বছরের এক কিশোরী বিলে এক ভুট্টা ক্ষেতের পাশে ঘাস কাটছিল। এ সময় একই এলাকার শাহীন নামে এক যুবক তাকে জোর করে ভুট্টা ক্ষেতে তুলে নিয়ে ধর্ষণ করে। পরে ৯৯৯ নম্বরে ফোন দিলে পুলিশ রাতে গিয়ে অভিযান চালিয়ে অভিযুক্ত শাহীনকে গ্রেফতার করে।

লালপুর থানা পুলিশের কর্মকর্তা (ওসি) মো. নুরুজ্জামান বলেন, এ ঘটনায় ভিকটিমের বাবা পাউলুস পটল বিশ্বাস বাদী হয়ে মঙ্গলবার রাতে থানায় শাহীনের বিরুদ্ধে মামলা দায়ের করেন। আইনগত প্রক্রিয়া শেষে আদালতে নেওয়ার প্রস্তুতি চলছে।