ঢাকা ২১ জানুয়ারি ২০২৫, ৭ মাঘ ১৪৩১ | বেটা ভার্সন

দিনাজপুরে উপজেলা পর্যায়ে জাতীয় গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন

দিনাজপুরে উপজেলা পর্যায়ে জাতীয় গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন

দিনাজপুরে উপজেলা পর্যায়ে জাতীয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের (অনুর্ধ্ব-১৭) উদ্বোধন করা হয়েছে।

মঙ্গলবার (১৪ জানুয়ারি) মহারাজা গিরিজানাথ উচ্চ বিদ্যালয় মাঠ প্রাঙ্গণে ১০টি ইউনিয়ন পরিষদের অংশগ্রহণে ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন করেন প্রধান অতিথি দিনাজপুর সদর উপজেলা নির্বাহী অফিসার ফয়সাল রায়হান।

উদ্বোধনী খেলায় অংশগ্রহণ করেন ৮নং শংকরপুর ইউনিয়ন পরিষদ বনাম ৬নং আউলিয়াপুর ইউনিয়ন পরিষদ। এছাড়া শেখপুরা ইউনিয়ন পরিষদ বনাম কমলপুর ইউনিয়ন পরিষদ, ৩নং ফাজিলপুর ইউনিয়ন পরিষদ বনাম ২নং সুন্দরবন ইউনিয়ন পরিষদ ও আস্করপুর ইউনিয়ন পরিষদ বনাম চেহেলগাজী ইউনিয়ন পরিষদের খেলাও রয়েছে।

রেফারি হিসেবে খেলা পরিচালনা করেন রেফারি মোঃ ওবায়দুর রহমান, সুজিত, মোঃ বেলাল হোসেন, মোঃ ফয়জার, মোঃ রিয়াজুল ইসলাম ও মোঃ ডালিম। ধারা ভাষ্যকার হিসেবে খেলা উপস্থাপনা করেন এস.এম রফিক ও এম.বি বিপুল রায়।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দিনাজপুরের প্রাক্তন ফুটবল খেলোয়াড় মোঃ আবু তাহের আবু, উপজেলা যুব উন্নয়ন অফিসার মোঃ মতিউর রহমান, উপজেলা সমবায় অফিসার মোঃ হাফিজুর ইসলাম, সহকারী মাধ্যমিক শিক্ষা অফিসার আবুল কালাম আজাদ, শংকরপুর ইউনিয়নের প্যানেল চেয়ারম্যান মোঃ শহিদুল ইসলাম, গিরিজানাথ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মাসুদ আলম, ৬নং আউলিয়াপুর ইউনিয়নের প্যানেল চেয়ারম্যান মোঃ গুলজার হোসেন।

১৪ জানুয়ারি হতে ১৬ জানুয়ারি এই উপজেলা টুর্নামেন্ট অনুষ্ঠিত হবে। আগামী ১৬ জানুয়ারি বিকাল ৩টায় এই মাঠে চূড়ান্ত খেলা অনুষ্ঠিত হবে এবং বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হবে।

টুর্নামেন্টের উদ্বোধন করতে গিয়ে প্রধান অতিথি উপজেলা নির্বাহী অফিসার ফয়সাল রায়হান বলেন, খেলাধুলা চর্চার মাধ্যমে মেধা ও মনের বিকাশ ঘটে। পড়াশোনার পাশাপাশি নিজেকে শারীরিকভাবে গড়ে তুলতে খেলাধুলার বিকল্প নেই।

দিনাজপুর,ফুটবল টুর্নামেন্ট,উদ্বোধন
আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত