মিরসরাইয়ে স্বেচ্ছাসেবক দল নেতা হত্যা মামলায় গ্রেফতার ৪

প্রকাশ : ১৪ জানুয়ারি ২০২৫, ১৭:২৭ | অনলাইন সংস্করণ

  মিরসরাই (চট্টগ্রাম) প্রতিনিধি

চট্টগ্রামের মিরসরাইয়ে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে বিএনপি ও যুবদলের দুটি পক্ষের সংঘর্ষে স্বেচ্ছাসেবক দলের নেতা জাহেদ হোসেন মুন্না (২২) নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও ৮ জন। সোমবার (১৩ জানুয়ারি) রাতে মিরসরাই স্টেডিয়ামে চলমান মাসব্যাপী বাণিজ্য মেলা এলাকায় এ সংঘর্ষের ঘটনা ঘটে।

মিরসরাই পৌরসভা বিএনপির সদস্য সচিব জাহিদ হুসাইন ও যুবদলের আহ্বায়ক কামরুল হাসানের অনুসারীদের মধ্যে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে এই সংঘর্ষ হয়। সন্ধ্যার পর মেলা প্রাঙ্গণে কথাকাটাকাটির এক পর্যায়ে রাতে কামরুলের অনুসারীরা ধারালো অস্ত্র ও লাঠিসোটা নিয়ে হামলা চালায়।

সংঘর্ষে নিহত মুন্না মিরসরাই পৌরসভা স্বেচ্ছাসেবক দলের ৬ নং ওয়ার্ডের আহ্বায়ক ছিলেন। আহতরা হলেন সজিব (২৩), আরাফাত (২৩), আসিফ (২০), রাহাত (২০), হাসান (২৮), রাশেদ (১৯), হৃদয় (২৭) ও শাকিল (২০)। আহতদের মধ্যে গুরুতর অবস্থায় শাকিলকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

নিহতের ভগ্নিপতি আরাফাত হোসেন বাদী হয়ে মিরসরাই থানায় একটি হত্যা মামলা (নং-৮) দায়ের করেন। মামলায় ১১ জনের নাম উল্লেখ করে এবং অজ্ঞাত আরও ২০-২৫ জনকে আসামি করা হয়েছে। এরই মধ্যে মিরসরাই পৌরসভা যুবদলের আহ্বায়ক কামরুল হাসানসহ চারজনকে গ্রেফতার করেছে পুলিশ।

আহত সজিব বলেন, “আমরা মেলা গেটে শৃঙ্খলা রক্ষার দায়িত্ব পালন করছিলাম। হঠাৎ কামরুল হাসানের অনুসারীরা ধারালো অস্ত্র নিয়ে আমাদের ওপর হামলা চালায়।”

মিরসরাই পৌরসভা বিএনপির সদস্য সচিব জাহিদ হুসাইন বলেন, “এই ঘটনায় বিএনপির কোনো সম্পৃক্ততা নেই। এটি যুবদল ও ছাত্রদলের অভ্যন্তরীণ বিরোধের ফল।”

মিরসরাই থানার ওসি আতিকুর রহমান জানান, “নিহতের ঘটনায় মামলা দায়ের হয়েছে। গ্রেফতারকৃতদের আদালতে পাঠানো হয়েছে এবং অন্যান্য আসামিদের ধরতে অভিযান চলছে।”