পিরোজপুরের নেছারাবাদ উপজেলায় এক গার্মেন্টস কর্মীকে ধর্ষণের অভিযোগে তিনজনকে গ্রেফতার করেছে পুলিশ।
সোমবার (১৩ জানুয়ারি) গভীর রাতে উপজেলার মিয়ারহাট বাজার এলাকায় এ ঘটনা ঘটে।
পুলিশ ও ভুক্তভোগী সূত্রে জানা গেছে, ওই নারী ঢাকা থেকে নিজ বাড়িতে ফেরার পথে নেছারাবাদ ছারছীনা বাসস্ট্যান্ডে নেমে সন্ধ্যায় নদী পার হয়ে মিয়ারহাট বাজারে পৌঁছান। সেখানে তিনজন বাজার পাহারাদার মো. তৈয়ব আলী মোল্লা (৬০), মো. সহিদুল ইসলাম (৩০) ও মো. সাইফুল ইসলাম (৫০) তাকে জিজ্ঞাসাবাদের কথা বলে বাজারের একটি দোকানের পেছনে নিয়ে জোরপূর্বক ধর্ষণ করে।
ভুক্তভোগী বলেন, “তারা আমাকে ধরে নিয়ে গিয়ে জোরপূর্বক ধর্ষণ করেছে। আমি অনেক কান্নাকাটি করেছি, তাদের কাছে অনুরোধ করেছি, কিন্তু তারা শোনেনি। তৈয়ব আলী প্রথমে আমাকে ধর্ষণ করে। এরপর সহিদুল ইসলাম ও সাইফুল ইসলাম ধর্ষণের চেষ্টা করলে আমি চিৎকার করি এবং তারা পালিয়ে যায়।
ভুক্তভোগী রাতেই বাজারে টহলরত পুলিশকে বিষয়টি জানান। পুলিশের তাৎক্ষণিক অভিযানে অভিযুক্ত তিনজনকে আটক করে থানায় নিয়ে আসা হয়।
নেছারাবাদ থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. বনি আমীন জানান, “ভুক্তভোগী নারী তার জবানবন্দিতে ধর্ষণের বিষয়টি নিশ্চিত করেছেন। অভিযুক্ত তিনজনকে গ্রেফতার করা হয়েছে। এ ঘটনায় একটি ধর্ষণ মামলা প্রক্রিয়াধীন রয়েছে।”