ঢাকা ১৫ জানুয়ারি ২০২৫, ১ মাঘ ১৪৩১ | বেটা ভার্সন

ঠাকুরগাঁও পাসপোর্ট অফিসের কর্মকতা ঘুষ লেনদেনের সময় হাতেনাতে আটক

ঠাকুরগাঁও পাসপোর্ট অফিসের কর্মকতা ঘুষ লেনদেনের সময় হাতেনাতে আটক

ঠাকুরগাঁওয়ে আঞ্চলিক পাসপোর্ট অফিসের সহকারী হিসাব রক্ষক ও প্রশাসনিক কর্মকতা ফারুক হোসেনকে ঘুষ লেনদেনের সময় হাতেনাতে আটক করেছে দুদক।

মঙ্গলবার দুপুরে পাসপোর্ট আঞ্চলিক কার্যালয়ের সামনে থেকে তাকে আটক করা হয়।

জানা গেছে, ঘুষ লেনদেনের বিষয়ে আগে থেকেই তথ্য পেয়েছিল দুদক। নির্ধারিত সময়ে ফারুক হোসেন ঘুষ নেওয়ার সময় সেখানে অভিযান চালায় দুদক কর্মকর্তারা েএবং তাকে হাতেনাতে আটক করে।

ঠাকুরগাঁও আঞ্চলিক পাসপোর্ট কার্যালয় সূত্রে জানা যায়, জর্দান প্রবাসী মিরানা মাহাজাবিন সরকার পার্টপোর্ট নবায়নের জন্য পাসপোর্ট কার্যালয়ে আবেদন জমা দেন। পরে আঞ্চলিক পাসপোর্ট অফিসের সহকারী হিসাব রক্ষক ও প্রশাসনিক কর্মকতা ফারুক হোসেন আবেদনের ভুল সংশোধন করিয়ে দেওয়ার কথা বলে ওই নারীর কাছে ৫০ হাজার টাকা ঘুষ দাবি করে। সেই ঘুষের টাকা লেনদেনের সময় তাকে আটক করে দুদক।

ঠাকুরগাঁও আঞ্চলিক পাসপোর্ট কার্যালয়ের সহকারী পরিচালক মো: জাহিদুল ইসলাম মামুন বিষয়টি স্বীকার করে বলেন এক মহিলার সাথে পাসপোর্ট সংশোধন করে দেওয়ার কথা বলে টাকা নিয়েছেন ফারুক হোসেন। তবে এর জন্য কর্তৃপক্ষ দায়ী নয়।

ঘুষ,লেনদেন,আটক
আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত