পটিয়ায় দুই কৃষককে অপহরণ

প্রকাশ : ১৪ জানুয়ারি ২০২৫, ১৯:৩০ | অনলাইন সংস্করণ

  পটিয়া প্রতিনিধি

চট্টগ্রামের পটিয়ায় আবারো দুই কৃষক অপহরণের ঘটনা ঘটেছ। সোমবার (১৩ জানুয়ারি) উপজেলার হাইদগাঁও পাহাড়ি এলাকা থেকে এ দুই কৃষক অপহরণ হয় এবং রাতে মুক্তিপণ দিয়ে ছাড়া পান তারা।

অপহরণ হওয়া দুইজন হলেন, মোহাম্মদ হামিদ (৬০) পটিয়া উপজেলার হাইদগাঁও ইউনিয়নের ২নং ওয়ার্ডের মুহাম্মদ আফজলের ছেলে। অপরজন ৬নং ওয়ার্ডের মনির আহমদের ছেলে মোহাম্মদ মুজিব (৩০)। অপহৃত কৃষক হামিদ ৩০ হাজার টাকা মুক্তিপণ দিয়ে ছাড়া পেয়েছেন এবং কৃষক মুজিব কৌশলে পালিয়েছে। 

জানা গেছে, কৃষক হামিদ ও মুজিব প্রতিদিনের মত উপজেলার হাইদগাঁও পাহাড়ে কৃষি কাজ করতে যান। এক পর্যায়ে তাদের দুইজনকে অপহরণ করে গহীন পাহাড়ে নিয়ে যায় এবং পরিবারের সঙ্গে যোগাযোগ করে ৫ লাখ টাকা মুক্তিপণ দাবি করে। মুক্তিপণের ৩০ হাজার টাকা দেওয়ায় কৃষক হামিদকে ছেড়ে দেওয়া হয়। অন্যজন পালিয়ে আসে।

এর আগে, চলতি মাসের ১ জানুয়ারি উপজেলার কেলিশহর ইউনিয়নের খিল্লাপাড়া গ্রামের কৃষক মামুন মিয়া প্রকাশ মনছুর (৪৪) ও  সাইর আহমদ (৫২) অপহরণ হয়। এ দুইজনের মধ্যে মনছুর ৮০ হাজার টাকা মোবাইলের বিকাশের মাধ্যমে মুক্তিপণের টাকা দিয়ে ছাড়া পান। বেশ কিছুদিন উপজেলার কেলিশহর, হাইদগাঁও, কচুয়ায় ও খরনা পাহাড়ি এলাকায় অপহরণ আতঙ্ক বিরাজ করলেও থানা পুলিশের কোনো উদ্যোগে চোখে পড়ছে না। ফলে স্থানীয় আতঙ্কের মধ্যে রয়েছে।