সিরাজগঞ্জ পৌর এলাকায় শীতার্ত ৪'শ পরিবারের মাঝে কম্বল বিতরণ করা হয়েছে।
মঙ্গলবার সকালে পৌর ভাসানী মিলনায়তন প্রাঙ্গণে জেলা বিএনপির সহ-সভাপতি অমর কৃষ্ণ দাসের নিজ উদ্যোগে এ কম্বল বিতরণ করা হয়।
এসময় বক্তব্য রাখেন, বিএনপি নেতা রুহুল আকতার সোহেল, রানা খান বুলবুল, আবুল হাসেম তালুকদার, মিলন হক রঞ্জু প্রমুখ। বক্তারা বলেন, তীব্র শীতে সমাজের গরীব ও অসহায় মানুষ মানবেতর জীবন যাপন করছে। এজন্য অসহায় পরিবারের মাঝে এ কম্বল বিতরণ করা হয়েছে।
এ কম্বল পেয়ে অসহায় পরিবারের লোকজন খুশি।
এ সময় বিএনপি ও তার অঙ্গ সংগঠনের নেতাকর্মীসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। এদিকে শীত নিবারণে ইউনিয়ন পর্যায়েও কম্বল বিতরণ করা হয়েছে।