ঢাকা ১৫ জানুয়ারি ২০২৫, ১ মাঘ ১৪৩১ | বেটা ভার্সন

পিরোজপুরে তারুণ্যের উৎসব নিয়ে জেলা প্রশাসকের প্রেস ব্রিফিং

পিরোজপুরে তারুণ্যের উৎসব নিয়ে জেলা প্রশাসকের প্রেস ব্রিফিং

এসো দেশ বদলাই, পৃথিবী বদলাই শ্লোগানে নতুন বাংলাদেশ গড়ার লক্ষ্যে বাংলাদেশ সরকার তরুনদের নিয়ে বিশেষ ক্যাম্পেইন শুরু করেছে। এরই ধারাবাহিকতায় পিরোজপুরে তারুন্যের উৎসব আয়োজন করা হবে বলে জানিয়েছেন জেলা প্রশাসক মো: আশরাফুল আলম খান।

মঙ্গলবার (১৪ জানুয়ারি) জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এক প্রেস ব্রিফিং এর মাধ্যমে এ বিষয় সাংবাদিকদের অবহিত করেন জেলা প্রশাসক মো: আশরাফুল আলম খান।

তিনি জানান, পিরোজপুরে তারুণ্যের উৎসব ক্যাম্পেইন আগামি ১৯ জানুয়ারী হতে শুরু হবে। ক্যাম্পেইন চলবে আগামী ১৭ ফেব্রæয়ারি পর্যন্ত। ক্যাম্পেইনটি সুন্দর ও সফল ভাবে সম্পন্ন করার জন্য ইতিমধ্যেই পিরোজপুর জেলা প্রশাসনের কার্যালয়ে বিভিন্ন পেশা জীবিদের নিয়ে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে। ক্যাম্পেইনে ক্রিকেট, ভলিবল, কাবাডিসহ বিভিন্ন ধরনের খেলাধুলা, সপ্তাহব্যাপি মেলা, বইমেলা, সাংস্কৃতিক অনুষ্ঠান সহ বিভিন্ন প্রতিযেগিতার আয়োজন করা হয়েছে।

মাসব্যাপি অনুষ্ঠানে সবাইকে অংশগ্রহনসহ সফল ও সুন্দর করতে আহবান জানন জেলা প্রশাসক।

এ সময় পিরোজপুর অতিরিক্ত জেলা প্রশাসক, মো: আলাউদ্দীন ভূঞা, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) নাসরিন জাহান, বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সংবাদকর্মীরা উপস্থিত ছিলেন।

পিরোজপুর,জেলা প্রশাসক,প্রেস ব্রিফিং
আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত