ঢাকা বৃহস্পতিবার, ২৪ এপ্রিল ২০২৫, ১১ বৈশাখ ১৪৩২ | বেটা ভার্সন

মেয়ের বাড়ি থেকে ফেরার পথে মায়ের মৃত্যু

মেয়ের বাড়ি থেকে ফেরার পথে মায়ের মৃত্যু
প্রতীকী ছবি

ফরিদপুরের বোয়ালমারীতে ট্রাক চাপায় এক নারীর মৃত্যু হয়েছে।

মঙ্গলবার (১৪ জানুয়ারি) রাত ৯টার দিকে মাঝকান্দি-ভাটিয়াপাড়া আঞ্চলিক মহাসড়কের বনমালীপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত নারীর নাম চম্পা বেগম (৫২)। তিনি বোয়ালমারী উপজেলার রুপাপাত ইউনিয়নের সুতালীয়া গ্রামের মনু কাজীর স্ত্রী। তিনি ৫ ছেলে ও ১ মেয়ের জননী।

প্রতক্ষ্যদর্শী ও এলাকাবাসীরা জানান, চম্পা বেগম তার একমাত্র মেয়ের শ্বশুরবাড়ি উপজেলার রুপাপাত ইউনিয়ন বনমালীপুর গ্রামের কাওসার সরদারের বাড়ি থেকে নিজের বাড়িতে ফিরছিলেন। এ সময় বনমালীপুর এলাকায় রাস্তার পাশে অজ্ঞাত একটি ট্রাক তাকে চাপা দিয়ে পালিয়ে যায়। এতে ঘটনাস্থলেই তিনি নিহত হন।

নিহত চম্পা বেগমের ভাই পান্নু সরদার জানান, রাতে আত্মীয় বাড়ি থেকে ফেরার পথে দুর্ঘটনার শিকার হয়ে ঘটনাস্থলেই মারা যান তিনি।

বোয়ালমারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম রসুল বলেন, খবর পেয়ে মরদেহ উদ্ধার করা হয়েছে। ঘাতক ট্রাকটিকে আটক করা সম্ভব হয়নি। শনাক্তের চেষ্টা চলছে। পরিবারের কোন অভিযোগ না থাকায় এবং তাদের আবেদনের পরিপ্রেক্ষিতে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা রয়েছে।

ট্রাক চাপা,সড়ক দুর্ঘটনা,মৃত্যু
আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত