ঢাকা ১৫ জানুয়ারি ২০২৫, ১ মাঘ ১৪৩১ | বেটা ভার্সন

ঠাকুরগাঁও সীমান্ত থেকে বাংলাদেশিকে ধরে নিয়ে গেছে বিএসএফ

ঠাকুরগাঁও সীমান্ত থেকে বাংলাদেশিকে ধরে নিয়ে গেছে বিএসএফ

ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গী উপজেলার বেউরঝাড়ী সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারতে অনুপ্রবেশের সময় মানসিক ভারসাম্যহীন এক ব্যাক্তিকে ধরে নিয়ে গেছে বিএসএফ।

মঙ্গলবার (১৫ জানুয়ারী) রাত সাড়ে ৮টার দিকে ভারতের উত্তর দিনাজপুর জেলার গোয়ালপুকুর থানার বড়বিল্লা ক্যাম্পের বিএসএফ সদস্যরা তাকে ধরে নিয়ে যায়।

ঠাকুরগাঁও ৫০ বিজিবির অধিনায়ক লেঃ কর্নেল মোঃ তানজীর আহম্মদ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

স্থানীয়রা জানায়, ভারতীয় বড়বিল্লা বিএসএফ সীমান্তের জিরো লাইনে একজন অজ্ঞাত পরিচয় মানসিক ভারসাম্যহীন ব্যক্তিকে আটক করে বড়বিল্লা ক্যাম্পে নিয়ে গেছে বিএসএফ সদস্যরা। বাংলাদেশ সিমান্ত বেউরঝাড়ী বিজিবি মেইন পিলার ৩৮০ এর আশপাশের এলাকায় তার অবস্থান ছিল। গত বেশ কয়েকদিন ধরে আমজানখোর ইউনিয়নের হরিণমারি হাট এলাকাসহ বিভিন্ন স্থানে ওই ব্যাক্তিকে দেখা গেছে। তিনি তার নাম ঠিকানা কিছুই বলতে পারেন না। তিনি মানসিক ভারসাম্যহীন বলে মনে করছেন স্থানীয়রা।

ঠাকুরগাঁও ৫০ বিজিবির অধিনায়ক লেঃ কর্নেল তানজীর আহম্মদ বলেন, অবৈধ অনুপ্রবেশের অভিযোগে ওই ব্যাক্তিকে আটক করেছে বিএসএফ। ওই ব্যাক্তির কোনো পরিচয় পাওয়া যায়নি।

তিনি আরও বলেন স্থানীয়রা কেউই ওই ব্যাক্তিকে চেনেন না। বাংলাদেশি ওই ব্যাক্তিকে ফেরত আনতে বিএসএফ এর সাথে যোগাযোগ চলছে। অবৈধ অনুপ্রবেশ বন্ধের বিষয়ে সীমান্ত এলাকায় নিয়মিত জনসচেতনতামূলক প্রচারণা চালিয়ে যাচ্ছে বিজিবি।

সীমান্ত,বাংলাদেশি,বিএসএফ
আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত