ঢাকা ১৫ জানুয়ারি ২০২৫, ১ মাঘ ১৪৩১ | বেটা ভার্সন

নাটোরে একই গ্রামে ২ জনের রহস্যজনক মৃত্যু

নাটোরে একই গ্রামে ২ জনের রহস্যজনক মৃত্যু
প্রতীকী ছবি

নাটোরের গুরুদাসপুরে একই গ্রামে প্রবাসীর স্ত্রী আতিয়া খাতুন (২৬) ও কলেজ ছাত্র রাকিবুল হাসানের (১৮) রহস্যজনক মৃত্যুর ঘটনা ঘটেছে। তবে কি কারণে তারা দুইজন আত্মহত্যা করেছেন তা জানা যায়নি।

মঙ্গলবার (১৪ জানুয়ারি) দিবাগত রাত ৮টায় এবং বুধবার সকাল ৯টায় উপজেলার খুবজীপুর ইউনিয়নের পিপলা গ্রামে এই মৃত্যুর ঘটনা ঘটে।

নিহত রাকিবুল হাসান (১৮) উপজেলার পিপলা গ্রামের আলতাব হোসেনের ছেলে এবং অপরজন আতিয়া খাতুন (২৬) চরপিপলা গ্রামের মালয়েশিয়া প্রবাসী মোক্তার হোসেনের স্ত্রী।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, উপজেলার খুবজীপুর এলাকার গলায় ফাঁস দেওয়া অবস্থায় নিজ বাড়িতে রাকিবুল হাসানের মরদেহ দেখতে পায় পরিবার। পরে পুলিশে খবর দিলে ঘটনাস্থলে এসে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নাটোর আধুনিক সদর হাসপাতাল মর্গে প্রেরণ করেন। অপরদিকে একই উপজেলার চরপিপলা গ্রামের মালয়েশিয়া প্রবাসী মোক্তার হোসেনের স্ত্রী বিষাক্ত গ্যাস ট্যাবলেট খায়। এসময় পরিবারের লোকজন তাকে উদ্ধার করে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন। পরে চিকিৎসাধীন অবস্থায় গৃহবধূর মৃত্যু হয়।

গুরুদাসপুর থানা পুলিশের কর্মকর্তা (ওসি) মো. গোলাম সারওয়ার হোসেন বলেন, খবর পেয়ে ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে পুলিশ। কি কারণে তারা আত্মহত্যা করেছেন তার রহস্য উদঘাটনে পুলিশ কাজ করছে।

নাটোর,রহস্যজনক,মৃত্যু
আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত