ঢাকা ১৫ জানুয়ারি ২০২৫, ১ মাঘ ১৪৩১ | বেটা ভার্সন

কিশোরগঞ্জে ডাক্তার-নার্সের ভুল ইনজেকশন পুশ, ২ রোগীর মৃত্যু

কিশোরগঞ্জে ডাক্তার-নার্সের ভুল ইনজেকশন পুশ, ২ রোগীর মৃত্যু

কিশোরগঞ্জে হাসপাতালে অপারেশন থিয়েটারে নেওয়ার প্রস্তুতির সময় ডাক্তার ও নার্সের ভুল ইনজেকশন পুশ করার সাথে সাথেই দুই রোগীর মৃত্যুর অভিযোগ পাওয়া গেছে।

বুধবার (১৫ জানুয়ারি) সকালে জেলার শহীদ সৈয়দ নজরুল ইসলাম মেডিক্যাল কলেজ হাসপাতালের ওয়ার্ডে এ ঘটনা ঘটে।

মৃত দুই রোগী হলেন- মনিরুজ্জামান মল্লিক (৩২) ও জহিরুল ইসলাম (২২)।

রোগীদের স্বজনদের দাবি, ডাক্তার এবং নার্সদের চরম অবহেলা এবং ভুলের জন্যই তাদের মৃত্যু হয়েছে।

হাসপাতালের পরিচালক হেলিস রঞ্জন সরকার ভুল স্বীকার করে বলেন, তদন্ত সাপেক্ষে দোষীদের সর্বোচ্চ শাস্তির জন্য সুপারিশ করা হবে।

তিনি বলেন, এ ঘটনার পর অভিযুক্ত ওই সিনিয়র স্টাফ নার্স নাদিরাকে প্রত্যাহার করা হয়েছে। এ ঘটনা তদন্তে ৫ সদস্যের একটি কমিটি গঠন করা হয়েছে।

জানা গেছে, কিশোরগঞ্জের কটিয়াদি উপজেলার ধুলদিয়া নতুন বাজার এলাকার মনিরুজ্জামান মল্লিক (৩২) হারনিয়ার অপারেশন করতে সাত দিন আগে এ হাসপাতালে ভর্তি হন। এছাড়া নিকলী উপজেলার দামপাড়া এলাকার জহিরুল ইসলাম (২২) গত চারদিন আগে এ্যাপেন্ডিসাইড এর অপারেশন করতে হাসপাতালে ভর্তি হন। দুই জনেই সার্জারী ওয়ার্ডে ভর্তি ছিলেন। আজ তাদের অপারেশন হবার কথা ছিল।

আজ সকালে সার্জারী ওয়ার্ডের মোট চারজনকে অপারেশন করার জন্য চেতনানাশক ইনজেকশন দেয়া হয়। চেতনানাশক ইনজেকশন ওটিতে দেয়ার কথা থাকলেও কর্মরত নার্স নাদিরা বেগম ওয়ার্ডের বেডেই ইনজেকশন দেন। স্বজনরা জানায় ইনজেকশন দেওয়ার দশ থেকে পনেরো মিনিটের মধ্যে দুই জনই মারা যায়। বাকি দুইজন স্বাভাবিক রয়েছেন। তাদেরকে আলাদা রুমে পর্যবেক্ষণে রাখা হয়েছে

এ ঘটনায় হাসপাতালের সামনে স্বজনরা বিক্ষোভ ও আহাজারি করেন। এতে উত্তপ্ত হয়ে ওঠে এলাকা।

ভুল ইনজেকশন,রোগীর মৃত্যু
আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত