রাজবাড়ীতে ৩৭০টি গাঁজার গাছসহ চাষী গ্রেফতার

প্রকাশ : ১৫ জানুয়ারি ২০২৫, ১৯:০৯ | অনলাইন সংস্করণ

  রাজবাড়ী প্রতিনিধি

রাজবাড়ীর পাংশা উপজেলার বেজপাড়া গ্রামে ৩৭০টি গাঁজার গাছসহ সাহিদুল মন্ডল (৩৬) নামে এক চাষীকে গ্রেফতার করেছে পুলিশ। সে বেজপাড়া গ্রামের হামিদ মণ্ডলের ছেলে।

বুধবার (১৫ জানুয়ারি) বিকেলে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান পাংশা মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ সালাউদ্দিন।

ওই প্রেস বিজ্ঞপ্তিতে তিনি জানান, সাহিদুল মন্ডল এক মাস ধরে ওই এলাকায় চার শতাংশ বন্ধকী জমিতে গাঁজার চাষ ও পরিচর্যা করছিলেন। এমন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার (১৪ জানুয়ারি) বিকেল ৫টার দিকে এসআই নজরুল ইসলাম এবং তার সঙ্গীয় পুলিশ ফোর্স বেজপাড়া গ্রামের একটি পেঁয়াজ ও রসুনের ক্ষেতে অভিযান চালিয়ে ৩৭০ টি গাঁজার গাছ জব্দ করে এবং ঘটনাস্থল থেকে সাহিদুল মন্ডলকে গ্রেফতার করে।

সাহিদুলের বিরুদ্ধে পাংশা মডেল থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করা হয়েছে। তাকে বুধবার দুপুরে রাজবাড়ীর আদালতে প্রেরণ করা হয়েছে।